ডান্স প্লাস
ডান্স প্লাস ভারতের একটি নৃত্য প্রতিযোগিতামূলক রিয়েলিটি টেলিভিশন ধারাবাহিক যা স্টার প্লাস টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়। ভারতীয় নৃত্যশিল্পী রাঘব জুয়ালের উপস্থাপনায় এই ধারাবাহিক বলিউড পরিচালক ও নৃত্য পরিকল্পক রেমো ডি'সুজা ৩ জন সুপরিচিত নৃত্যশিল্পীকে সাথে নিয়ে বিচার করেন।
ডান্স প্লাস | |
---|---|
আরও যে নামে পরিচিত | ডান্স + |
ধরণ | রিয়েলিটি |
উপস্থাপক | রাঘব জুয়াল |
বিচারকবৃন্দ |
|
উদ্বোধনী সঙ্গীত | "ডান্স প্লাস - ওয়াচ ইট নাও" |
প্রস্তুতকারক দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুম সংখ্যা | ৩ |
নির্মাণ | |
ক্যামেরা সেটআপ | বহু-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ১ ঘন্টা |
সম্প্রচার | |
মূল চ্যানেল | স্টার প্লাস |
মূল প্রদর্শনী | ২৬ জুলাই ২০১৫ – ২৪ সেপ্টেম্বর ২০১৭ |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
ধারাবাহিকের বিন্যাস
প্রধান বিচারক
- রেমো ডি'সুজাঃ
দলনেতা ও দল
- ধর্মেশ ইয়েলান্ডেঃ
- শক্তি মোহনঃ
- সুমীত নাগদেবঃ
- পুনিত পাঠকঃ
উপস্থাপক
- রাঘব জুয়ালঃ
বিঃদ্রঃ
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.