ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ডা খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি সরকারী বালিকা বিদ্যালয়। এটি চট্টগ্রামের প্রাচীনতম এবং প্রথম বালিকা বিদ্যালয়।[1]
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় | |
---|---|
ঠিকানা | |
জামালখান সড়ক জামালখান চট্টগ্রাম, বাংলাদেশ বাংলাদেশ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | পাবলিক |
প্রতিষ্ঠাকাল | ১৮৭৮ |
প্রতিষ্ঠাতা | যাত্রামোহন সেনগুপ্ত |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম |
কর্তৃপক্ষ | বাংলাদেশ সরকার |
সেশন | জানুয়ারি-ডিসেম্বর |
কর্মকর্তা | ৮০+ |
অনুষদ | মানবিক, বিজ্ঞান, বাণিজ্য |
শ্রেণী | ৫-১০ |
শিক্ষার্থী সংখ্যা | ২০০০+ |
ওয়েবসাইট | khastagirgirlshighschool.com |
ইতিহাস
.jpg)
উনিশ শতকের ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা অন্নদাচরণ খাস্তগীর ১৮৭৮ সালে চট্টগ্রামের বর্তমান জামাল খান সড়কে একটি ভার্নাকুলার মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপর অন্নদাচরণের জামাতা, চট্টগ্রামের সামাজিক আন্দোলনের পথিকৃৎ যাত্রামোহন সেন তার স্মৃতি রক্ষার জন্যে একে ইংরেজি উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার লক্ষে একটি বিদ্যালয় নির্মাণ করেন। বিংশ শতকের শুরুর দিকে ১৯০৭ সালে তিনি এই বিদ্যালয়কে জমি ও ভবন দান করেন এবং নাম দেওয়া হয় অন্নদাচরণ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। একই বছর, এটি সরকারী বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।[1][2][3]
সহ-শিক্ষা কার্যক্রম
অবস্থান
অবকাঠামো
ব্যবস্থাপনা
শিক্ষকবৃন্দ
জাহিরুল ইসলাম আনোয়ার, সহকারী শিক্ষক
কৃতি ছাত্রী
- প্রীতিলতা ওয়াদ্দেদার; বৃটিশ-বিরোধী আন্দোলনের বিপ্লবী নেত্রী[4]
- কল্পনা দত্ত; বৃটিশ-বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেত্রী যার বিপ্লবী মনোভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অগ্নিকন্যা হিসেবে আখ্যায়িত করেছিলেন।
- কল্যাণী দাস
- মৈত্রেয়ী দেবী; বিখ্যাত উপন্যাস "ন হন্যতে" এর লেখিকা এবং কবি নবারুণ ভট্টাচার্য্যের জননী।
- শিপ্রা দত্ত; অধ্যাপিকা
- শোভনা ধর; ভারতীয় বিজ্ঞানী।
- সুচরিতা সুচি; সাংবাদিক, গবেষক, ভাষাবিদ
শিক্ষাগত কৃতিত্ব
বর্তমানে এটি চট্টগ্রামের শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলির তালিকায় রয়েছে। ২০০৫ সালে এটি এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সেরা বিদ্যালয়ের মর্যাদা লাভ করে।[5]
আরো দেখুন
তথ্যসূত্র
- "খাস্তগীর বালিকা বিদ্যালয়"। বাংলাপিডিয়া। ২ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০১৪।
- ডাঃ খাস্তগীর সরঃ বালিকা উচ্চ বিদ্যালয়-বার্ষিকী-২০০২
- চাটগাঁ-চাঁদনীপহর ও অশরীরীগণ-নেছার আহমদ
- বীর কন্যা প্রীতিলতা -পূর্ণেন্দু দস্তিদার
- SSC Examinations: 60.92 pc pass under Ctg Board, দি ডেইলি স্টার, জুলাই ১০, ২০০৫।