ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ডা খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি সরকারী বালিকা বিদ্যালয়। এটি চট্টগ্রামের প্রাচীনতম এবং প্রথম বালিকা বিদ্যালয়।[1]

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ঠিকানা
জামালখান সড়ক
জামালখান
চট্টগ্রাম, বাংলাদেশ
বাংলাদেশ
তথ্য
বিদ্যালয়ের ধরনপাবলিক
প্রতিষ্ঠাকাল১৮৭৮
প্রতিষ্ঠাতাযাত্রামোহন সেনগুপ্ত
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাচট্টগ্রাম
কর্তৃপক্ষবাংলাদেশ সরকার
সেশনজানুয়ারি-ডিসেম্বর
কর্মকর্তা৮০+
অনুষদমানবিক, বিজ্ঞান, বাণিজ্য
শ্রেণী৫-১০
শিক্ষার্থী সংখ্যা২০০০+
ওয়েবসাইটkhastagirgirlshighschool.com

ইতিহাস

প্রশাসনিক ভবন

উনিশ শতকের ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা অন্নদাচরণ খাস্তগীর ১৮৭৮ সালে চট্টগ্রামের বর্তমান জামাল খান সড়কে একটি ভার্নাকুলার মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপর অন্নদাচরণের জামাতা, চট্টগ্রামের সামাজিক আন্দোলনের পথিকৃৎ যাত্রামোহন সেন তার স্মৃতি রক্ষার জন্যে একে ইংরেজি উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার লক্ষে একটি বিদ্যালয় নির্মাণ করেন। বিংশ শতকের শুরুর দিকে ১৯০৭ সালে তিনি এই বিদ্যালয়কে জমি ও ভবন দান করেন এবং নাম দেওয়া হয় অন্নদাচরণ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। একই বছর, এটি সরকারী বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।[1][2][3]

সহ-শিক্ষা কার্যক্রম

অবস্থান

অবকাঠামো

ব্যবস্থাপনা

শিক্ষকবৃন্দ

জাহিরুল ইসলাম আনোয়ার, সহকারী শিক্ষক

কৃতি ছাত্রী

শিক্ষাগত কৃতিত্ব

বর্তমানে এটি চট্টগ্রামের শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলির তালিকায় রয়েছে। ২০০৫ সালে এটি এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সেরা বিদ্যালয়ের মর্যাদা লাভ করে।[5]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "খাস্তগীর বালিকা বিদ্যালয়"বাংলাপিডিয়া। ২ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০১৪
  2. ডাঃ খাস্তগীর সরঃ বালিকা উচ্চ বিদ্যালয়-বার্ষিকী-২০০২
  3. চাটগাঁ-চাঁদনীপহর ও অশরীরীগণ-নেছার আহমদ
  4. বীর কন্যা প্রীতিলতা -পূর্‌ণেন্দু দস্তিদার
  5. SSC Examinations: 60.92 pc pass under Ctg Board, দি ডেইলি স্টার, জুলাই ১০, ২০০৫।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.