ট্রেন্ট মিল্টন
ট্রেন্ট মিল্টন (ইংরেজি: Trent Milton জন্ম: ৪ মে ১৯৭২) একজন ৪১ বছর বয়সী অস্ট্রেলীয় প্যারালিম্পিক স্নোবোর্ড খেলোয়াড়। তিনি ২০১৪ সালে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত শীতকালিন প্যারালিম্পিকে অস্টেলিয়ার হয়ে অংশগ্রহণ করেন।[1] তিনি একাধারে সার্ফিং, স্নোবোর্ড, প্যাডল বোর্ডার, মটরক্রস এবং মাউন্টেনবাইকার ছিলেন। একটি মটরসাইকেল দুর্ঘনায় তিনি তার ডান পায়ের নিচের অংশ হারান এবং পরে তিনি প্যারালিম্পিকের স্নোবোর্ডিংয়ে যোগ দেন। মাত্র ১৮ মাস ট্রেনিংয়ের পরে তার আন্তর্জাতিক অভিষেক হয়। প্রথম মৌসুম শেষে তিনি ৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জন করেন। তিনি পুরুষদের প্যারা-স্নোবোর্ড ক্রসের ২০তম সমাপ্তকারী।
![]() জানুয়ারি ২০১৪ এ মিল্টর | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয়তা | ![]() |
জন্ম | নিউক্যাস্টল, নিউ সাউথ ওয়েলস ৪ মে ১৯৭২ |
ক্রীড়া | |
দেশ | ![]() |
ক্রীড়া | প্যারা-স্নোবোর্ডিং |
ব্যক্তিগত জীবন
মিল্টন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের নিউক্যাস্টলে ১৯৭২ সালের ৪ মে জন্মগ্রহণ করেন।[2][3] তিনি বর্তমানে নিউ সাউথ ওয়েলসের লেক ক্যাথ-এ বসবাস করছেন।[4] ২০১১ সালের ৫ মার্চ তিনি কাজ শেষে থেকে বাড়ি ফেরার পথে পোর্ট ম্যাককুরিতে একটি মটরসাইকেল দুর্ঘনার সম্মুখিন হন, যাতে তার ডান পায়ের নিচের অংশ ছিড়ে যায় এবং তিনি মস্তিকে আঘাত পান।[5][6] তার ডান হাত ঝুলিয়ে ছিল, ফলে ডাক্তারগন তার উভয় হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে তা করতে হয়নি, পিছনে ইস্পাতে প্লেট বাধিয়ে দিয়ে হাত দুটি রক্ষা করতে সক্ষম হয়।[7] এছাড়াও তিনি আঘাতে কারণে স্মৃতি হারিয়ে ফেলেন এবং প্রায় এক বছর সময় লাগে ঠিক হতে।[4]
দুর্ঘটনার আগে তিনি একজন সার্ফিং, স্নোবোর্ড, প্যাডল বোর্ডার, মটরক্রস এবং মাউন্টেনবাইকার ছিলেন।[4] দুর্ঘটনার পরে তিনি আগের জীবনধারা বজায় রাখতে প্যারা-স্নোবোর্ডিং শুরু করেন। এ সম্পর্কে মিল্টন বলেন- "আমি আমার শরীরের সাথে সম্পর্ক ফিরে পেতে চাই যা আমার আঘাতের পূর্বে ছিল"।[6] তার শীতকালিন প্যারালিম্পিকে অংশগ্রহণের লক্ষে পুর্নবাসন একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।[4][5]
স্কিং
মিল্টন ১৬ থেকে ৩২ বছর বয়স পর্যন্ত একজন পেশাদার স্নোবোর্ডার ছিলেন।[4] শীকালীন প্যারালিম্পিকে স্নোবোর্ডিং যুক্ত করলে, ২০১৪ সালের শীতকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার প্যারালিম্পিক স্নোবোর্ড কোচ পিটার হিগিন্সের সহায়তায় তিনি মাত্র ১৮ মাসের প্রশিক্ষনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সক্ষম হন। প্রথম মৌসুম শেষে তিনি ৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জন করেন। বিশ্ব প্যারা-স্নোবোর্ড রেঙ্কিংয়ে তিনি অবস্থান ২০তম স্থান অর্জন করেন।[5] ফ্লুর কারণে তিনি ২০১৩ সালে অনুষ্ঠিত প্যারালিম্পিকের টেস্প ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন।[4] ২০১৪ শীতকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণকারী অস্ট্রেলীয় প্রতিযোগীদের মধ্যে ৪১ বছর বসয়ী মিল্টন ছিলেন সবচেয়ে বয়স্ক খেলোয়াড়।[8] তিনি পুরুষদের প্যারা-স্নোবোর্ড ক্রস ২০তম সমাপ্তকারী।[9]
তথ্যসূত্র
- Homfray, Reece (৪ ফেব্রুয়ারি ২০১৪)। "Teenager Ben Tudhope and Trent Milton, 41, set to make Paralympic debuts in Sochi"। অ্যাডভার্টাইসার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৪।
- "Trent Milton" (ইংরেজি ভাষায়)। Organizing Committee of the XXII Olympic Winter Games and XI Paralympic Winter Games of 2014 in Sochi। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৪।
- "biographie" (ইংরেজি ভাষায়)। FIS-Ski। ২৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪।
- Graham, Janine (২২ নভেম্বর ২০১৩)। "Trent Milton: Australia's first Paralympic snowboarder"। Port News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৪।
- "Trent Milton"। Australian Paralympic Committee Athlete Profile (ইংরেজি ভাষায়)। ১০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৪।
- Schofield, Phill। "Introducing Trent Milton" (ইংরেজি ভাষায়)। Disabled WinterSport Australia। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৪।
- Kemp, Emma (২ মার্চ ২০১৪)। "Trent Milton nearly died before getting second chance on the slopes for Winter Paralympics"। সিডনি মর্নিং হেরাল্ড (ইংরেজি ভাষায়)।
- "2014 Australian Paralympic Winter Team Media Guide" (PDF) (ইংরেজি ভাষায়)। অস্ট্রেলিয়ান প্যারালিম্পিক কমিটি। পৃষ্ঠা 27। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪।
- Fedder, Renee (১৪ মার্চ ২০১৪)। "Milton makes Paralympic debut in Sochi"। এনবিএন নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪।