টুকুরিয়া ইউনিয়ন
টুকুরিয়া বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ।
টুকুরিয়া | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
উপজেলা | পীরগঞ্জ উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ভৌগলিক অবস্থান
পীরগঞ্জ উপজেলা থেকে ১৩.৫ কিঃ মিঃ পশ্চিমে সবুজ বৃক্ষের ছায়ায় মনোরম পরিবেশে ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ টি অবস্থিত।
প্রশাসনিক এলাকা
টুকুরিয়া ইউনিয়নের অধীনে মোট ২১ টি গ্রাম আছে।[1]। টুকুরিয়া ইউনিয়নের গ্রামসমূহ—
- টুকুরিয়া [টুকুরিয়া বাজার অবস্থিত]
- টিউরমারী
- দক্ষিণ দুর্গাপুর
- বিছনা
- ছাতুয়া
- মোনাইল
- দুদিয়া বাড়ী
- জন্তিপুর
- তরফমৌজা
- কাশিপুর
- কুমরসই
- গন্ধবাপুর
- হরনাথপুর
- আটিয়াবাড়ী
- মাদবপুর
- হরিণা
- সুজারকুটি
- বোয়ালমারি
- রামকানুইপুর
- গুপিনাথপুর
- পারবোয়ালমারি ।
জনসংখ্যার উপাত্ত
টুকুরিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা: ২৫৩৭৯ জন।[1]।
শিক্ষা
ইউনিয়নটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ— [2]।
- মাধ্যমিক বিদ্যালয় (৫)
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (১)
- প্রাথমিক বিদ্যালয় (১৮)
- মাদ্রাসা (৫)
- অন্যান্য (৫)
- কলেজ (১ টি)
- কারিগরী (০)
- টুকুরিয়া অবস্থিত
- (১) টুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ।
- (২)টুকুরিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় ।
- (৩)টুকুরিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা ।
- (৪) বিদ্যা কানন কিন্টার গার্ডেন স্কুল টুকুরিয়া,পীরগন্জ্,রংপুর,বাংলাদেশ ।
হাট-বাজার
ইউনিয়ন টিতে ১ টি বাজার আছে
- টুকুরিয়া বাজার, টুকুরিয়া,পীরগঞ্জ, রংপুর।
শনিবার ও বুধবার দুই দিনে হাট বসে ।
¤¤টুকুরিয়া_বাজার_থেকে_বিভিন্ন_জায়গার_দুরত্ব__ ¤¤
- ড. ওয়াজেদ মিয়া সেতু এবং কলেজ ১ কি মি অনেকটা কম ।
- রংপুর ৪৫ কি.মি.
- পীরগন্জ ১৮ কি.মি.
- বিরামপুর ১৬ কি.মি.
- খালাশপীর ৮ কি.মি.
- গোপালপুর ৬ কি.মি. («১৪ এপ্রিল বৈশাখি মেলা বসে»)
- নবাবগন্জ ৮ কি.মি.
- ভিন্ডাবাড়ি ৭ কি.মি.
- দিনাজপুর ৪৯ কি.মি.
- স্বপ্নেপুরী ২০ কি.মি.
- দাউদপুর ১৪ কি.মি
- ফুলবাড়ি ৩০ কি.মি.
- হিলি ৩০ কি.মি.
- ঘোরাঘাট ৩২ কি.মি.
- স্যাদুল্যপুর ৪১ কি.মি.
- মিঠাপুকুর ২৮ কি.মি.
. . . . .
যোগাযোগ ব্যবস্থা
- টুকুরিয়া বাজার থেকে প্রায় সব জায়গায় যাওয়ার রাস্তা এবং বড় সড়ক গুলো অনেক ভালো রয়েছে ।
- রংপুর থেকে ভিন্ডাবাড়ি থেকে টুকুরিয়া বাজার দিয়ে পীরগন্জ ও দিনাজপুরের নবাবগন্জ উপজেলার মহাসড়ক এর সাথে মিলিত হয়েছে। তবে ভেন্ডাবাড়ি থেকে টুকুরিয়া বাজার পর্যন্ত ১৯ ফিট সড়ক টি এখনো কাজ সম্পন হয়নি।
(Working.....)
দর্শনীয় স্থান
- (২)ড. ওয়াজেদ মিয়া সেতু [ড.ওয়াজেদ মিয়া সেতু এবং কলেজ দেখার জন্য অনেক দুর থেকে অনেক মানুষ আসেন]
- (১)ড. ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং কলেজ ।
- (৩) জন্তিপুর সেতু (Working...)
তথ্যসূত্র
।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.