টুকুরিয়া ইউনিয়ন

টুকুরিয়া বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ।

টুকুরিয়া
ইউনিয়ন
দেশ বাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলাপীরগঞ্জ উপজেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ভৌগলিক অবস্থান

পীরগঞ্জ উপজেলা থেকে ১৩.৫ কিঃ মিঃ পশ্চিমে সবুজ বৃক্ষের ছায়ায় মনোরম পরিবেশে ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ টি অবস্থিত।

প্রশাসনিক এলাকা

টুকুরিয়া ইউনিয়নের অধীনে মোট ২১ টি গ্রাম আছে।[1]। টুকুরিয়া ইউনিয়নের গ্রামসমূহ—

  • টুকুরিয়া [টুকুরিয়া বাজার অবস্থিত]
  • টিউরমারী
  • দক্ষিণ দুর্গাপুর
  • বিছনা
  • ছাতুয়া
  • মোনাইল
  • দুদিয়া বাড়ী
  • জন্তিপুর
  • তরফমৌজা
  • কাশিপুর
  • কুমরসই
  • গন্ধবাপুর
  • হরনাথপুর
  • আটিয়াবাড়ী
  • মাদবপুর
  • হরিণা
  • সুজারকুটি
  • বোয়ালমারি
  • রামকানুইপুর
  • গুপিনাথপুর
  • পারবোয়ালমারি ।

জনসংখ্যার উপাত্ত

টুকুরিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা: ২৫৩৭৯ জন।[1]

শিক্ষা

ইউনিয়নটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ— [2]

  • মাধ্যমিক বিদ্যালয় (৫)
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (১)
  • প্রাথমিক বিদ্যালয় (১৮)
  • মাদ্রাসা (৫)
  • অন্যান্য (৫)
  • কলেজ (১ টি)
  • কারিগরী (০)
  • টুকুরিয়া অবস্থিত
  • (১) টুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ।
  • (২)টুকুরিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় ।
  • (৩)টুকুরিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা ।
  • (৪) বিদ্যা কানন কিন্টার গার্ডেন স্কুল টুকুরিয়া,পীরগন্জ্,রংপুর,বাংলাদেশ ।

হাট-বাজার

ইউনিয়ন টিতে ১ টি বাজার আছে

  • টুকুরিয়া বাজার, টুকুরিয়া,পীরগঞ্জ, রংপুর।

শনিবার ও বুধবার দুই দিনে হাট বসে ।

¤¤টুকুরিয়া_বাজার_থেকে_বিভিন্ন_জায়গার_দুরত্ব__ ¤¤

  • ড. ওয়াজেদ মিয়া সেতু এবং কলেজ ১ কি মি অনেকটা কম ।
  • রংপুর ৪৫ কি.মি.
  • পীরগন্জ ১৮ কি.মি.
  • বিরামপুর ১৬ কি.মি.
  • খালাশপীর ৮ কি.মি.
  • গোপালপুর ৬ কি.মি. («১৪ এপ্রিল বৈশাখি মেলা বসে»)
  • নবাবগন্জ ৮ কি.মি.
  • ভিন্ডাবাড়ি ৭ কি.মি.
  • দিনাজপুর ৪৯ কি.মি.
  • স্বপ্নেপুরী ২০ কি.মি.
  • দাউদপুর ১৪ কি.মি
  • ফুলবাড়ি ৩০ কি.মি.
  • হিলি ৩০ কি.মি.
  • ঘোরাঘাট ৩২ কি.মি.
  • স্যাদুল্যপুর ৪১ কি.মি.
  • মিঠাপুকুর ২৮ কি.মি.

. . . . .

যোগাযোগ ব্যবস্থা

  • টুকুরিয়া বাজার থেকে প্রায় সব জায়গায় যাওয়ার রাস্তা এবং বড় সড়ক গুলো অনেক ভালো রয়েছে ।
  • রংপুর থেকে ভিন্ডাবাড়ি থেকে টুকুরিয়া বাজার দিয়ে পীরগন্জ ও দিনাজপুরের নবাবগন্জ উপজেলার মহাসড়ক এর সাথে মিলিত হয়েছে। তবে ভেন্ডাবাড়ি থেকে টুকুরিয়া বাজার পর্যন্ত ১৯ ফিট সড়ক টি এখনো কাজ সম্পন হয়নি।

(Working.....)

দর্শনীয় স্থান

  • (২)ড. ওয়াজেদ মিয়া সেতু [ড.ওয়াজেদ মিয়া সেতু এবং কলেজ দেখার জন্য অনেক দুর থেকে অনেক মানুষ আসেন]
  • (১)ড. ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং কলেজ ।
  • (৩) জন্তিপুর সেতু (Working...)

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.