টিপু সুলতান (রাজনীতিবিদ)
শেখ মোঃ টিপু সুলতান (জন্মঃ ৫ জানুয়ারি, ১৯৬৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ২০১৪ সাল থেকে জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[1] তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক।[2]
মাননীয় টিপু সুলতান | |
---|---|
জাতীয় সংসদ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০১৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৫ জানুয়ারি, ১৯৬৭ |
রাজনৈতিক দল | বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি |
প্রাথমিক জীবন
টিপু সুলতান ১৯৬৭ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবন
টিপু সুলতান বিএ ও এলএলবি ডিগ্রী অর্জন করেছেন।
কর্মজীবন
পেশাগত জীবনে টিপু সুলতান একজন উকিল। এছাড়া তিনি একজন নির্বাচিত সাংসদ।
রাজনৈতিক জীবন
টিপু সুলতান তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য। তিনি ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচিত সাংসদ। তার নির্বাচনী এলাকা হলো বরিশাল-৩। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২১নং আসন। আসনটি বরিশাল জেলার মুলাদী উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। বাংলাদেশ যুব মৈত্রীর বরিশাল জেলা শাখার সভাপতি হিসেবে টিপু সুলতান দায়িত্ব পালন করেছেন।[3]
সংসদ নির্বাচন ২০১৪
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে মোট ৫৯,০০৯টি ভোট পড়ে। এর মধ্যে ৩৫,৬০২টি ভোট পেয়েছেন টিপু সুলতান, যা মোট ভোটের ৬০.৩%। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু পেয়ছেন ২৩,৪০৭টি ভোট, যা মোট ভোটের ৩৯.৭%%।
পারিবারিক জীবন
পারিবারিক জীবনে টিপু সুলতান ২ জন কন্যা সন্তানের জনক।[4]
আরো দেখুন
তথ্যসূত্র
- "Constituency 121_10th_En"। Parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২০।
- "শেখ টিপু সুলতান এমপি একজন সাদা মনের মানুষ - Bartoman Somoy"। Bartoman Somoy (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-২১T২১:০১:০১+০০:০০। ২০১৮-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2018-01-24। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - Barisal., Wherever you are, stay with। "বরিশাল-৩ আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ঘোষণা"। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪।
- "বরিশাল-৩ আসনের সাংসদ টিপু সুলতানকে পিতা দাবী, টিপুর অস্বীকার"। barisaltribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪।