টাওয়ার হ্যামলেট্স
লন্ডন বারো অভ টাওয়ার হ্যামলেট্স (ইংরেজি:
টাওয়ার হ্যামলেটস | |||
---|---|---|---|
| |||
![]() টাওয়ার হ্যামলেটস মানচিত্র | |||
সার্বভৌম রাষ্ট্র | যুক্তরাজ্য | ||
সংবিধিবদ্ধ দেশ | ইংল্যান্ড | ||
প্রদেশ | লন্ডন | ||
প্রতিষ্ঠা | ১ এপ্রিল ১৯৬৫ | ||
সরকার | |||
• ধরন | লন্ডন বরো কাউন্সিল | ||
• শাসক | টাওয়ার হ্যামলেটস লন্ডন বরো কাউন্সিল | ||
• প্রধান | মেয়র ও মন্ত্রী পরিষদ | ||
• মেয়র | জন বিগস | ||
আয়তন | |||
• মোট | ৭.৬৩ বর্গমাইল (১৯.৭৭ কিমি২) | ||
জনসংখ্যা | |||
• মোট | ২,৫৬,০০০ | ||
• জনঘনত্ব | ৩৪০০০/বর্গমাইল (১৩০০০/কিমি২) | ||
• Ethnicity[1] | ৩১.২ | ||
সময় অঞ্চল | GMT (UTC) | ||
• গ্রীষ্মকালীন (দিসস) | BST (ইউটিসি+1) | ||
ওয়েবসাইট | http://www.towerhamlets.gov.uk/ |
যুক্তরাজ্যের ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এই বারোতে প্রায় ১,৯৬,১০৬ জন লোকের বাস। ব্রিটেনের বারোগুলির মধ্যে যেগুলিতে সবচেয়ে কমসংখ্যক খাঁটি ব্রিটিশ অধিবাসী বাস করে, তাদের মধ্যে টাওয়ার হ্যামলেট্স অন্যতম। এখানকার প্রায় ৪৩% লোক শ্বেতাঙ্গ ব্রিটিশ, এবং প্রায় ৩৩% লোক বাংলাদেশ থেকে আগত অভিবাসী বা বাংলাদেশী ব্রিটিশ নাগরিক। প্রায় ৭% লোক কৃষ্ণাঙ্গ, মূলত সোমালীয়। [2]
আদমশুমারি অনুযায়ী এখানে ৬৫,৫৫৩ জন বাংলাদেশীর বাস। এদের মধ্যে যৌথ পরিবারে থাকার প্রবণতা বেশি। ১৮ বছরের নিচে অপ্রাপ্তবয়স্ক বাংলাদেশীর সংখ্যাও লন্ডনের গড়ের প্রায় দ্বিগুণ (এখানকার প্রায় ৪৯% বাংলাদেশীর বয়স ১৯ বা তার নীচে)। বেশির ভাগ বাংলাদেশী ছেলেমেয়ে যুক্তরাজ্যে এবং বেশির ভাগ প্রাপ্তবয়স্ক বাংলাদেশী বাংলাদেশে জন্ম নিয়েছে। [3]
তথ্যসূত্র
- 2011 Census: Ethnic group, local authorities in England and Wales, Office for National Statistics (2012). See Classification of ethnicity in the United Kingdom for the full descriptions used in the 2011 Census.
- "Local statistics - Office for National Statistics"। www.ons.gov.uk। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- "Borough Profile - Demographic and Household Trends." (PDF)। ২১ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।