টাওয়ার রেকর্ডস (রেকর্ড লেবেল)
টাওয়ার রেকর্ডস ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত মার্কিন রেকর্ড লেবেল। ১৯৭০ সালে এর বিলুপ্তি ঘটে। ক্যাপিটল রেকর্ডসের সহায়ক হিসেবে, টাওয়ার প্রায়ই স্বত্বাধিকারী লেবেলের তুলনায় তুলনামূলকভাবে কম প্রোফাইলধারী শিল্পীদের সঙ্গীত প্রকাশ করত। একারণে টাওয়ার প্রায়শই ১৯৬০-এর দশকের গ্যারেজ রক প্রপঞ্চের সঙ্গে যুক্ত হয়ে ওঠেছিলো।
টাওয়ার রেকর্ডস | |
---|---|
![]() টাওয়ার রেকর্ডস লোগো | |
স্বত্বাধিকারী কোম্পানি | ক্যাপিটল রেকর্ডস |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৪ |
বিলুপ্তিকাল | ১৯৭০ |
পরিবেশক | ক্যাপিটল রেকর্ডস সনি মিউজিক এন্টারটেইনমেন্ট (মার্কিন যুক্তরাষ্ট্রে পিংক ফ্লয়ড ক্যাটালগ) |
ধরন | নানাবিধ |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
অন্যান্য টাওয়ার লেবেল শিল্পী
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.