ঝিলিক ভট্টাচার্য
ঝিলিক ভট্টাচার্য হলেন একজন ভারতীয় অভিনেত্রী। তাকে বেশিরভাগ ক্ষেত্রে ওড়িয়া এবং বাংলা ভাষার চলচ্চিত্রের দেখা যায়। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। টার্গেট চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন।[2] চলচ্চিত্রটি ছিল আমলানেরও প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি অভিষেক বচ্চন অভিনীত রাবণ চলচ্চিত্রে সহকারী কোরিওগ্রাফার হিসাবে কাজ করেছিলেন।[3]
ঝিলিক ভট্টাচার্য | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারত |
পেশা | অভিনেত্রী, মডেল |
কার্যকাল | ২০১৩-বর্তমান |
পিতা-মাতা | মৃণঞ্জয় ভট্টাচার্য সুমনা ভট্টাচার্য |
প্রাথমিক জীবন
ঝিলিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃণঞ্জয় ভট্টাচার্য। তার মাতার নাম সুমনা ভট্টাচার্য। তিনি ১ জুন জন্মগ্রহণ করেন। তিনি স্নাতক করার পর শ্যামক দাবর নৃত্য ইনস্টিটিউট থেকে ভরত নাট্যম নৃত্যে স্নাতকোত্তর করেছেন। তিনি কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন। তিনি রাবণ চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেছেন।
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০১৩ | টার্গেট | ওড়িয়া | ||
২০১৩ | এনকাউন্টার | বাংলা | ||
২০১৩ | ক্লাসমেট | বাংলা | ||
২০১৪ | আখিরে আখিরে | ওড়িয়া | ||
২০১৪ | লেখু লেখু লেখি ডেলি | ওড়িয়া | ||
২০১৪ | আমার আমি | বাংলা | ||
২০১৪ | নীললোহিত | বাংলা | [4] | |
২০১৫ | জাগা হাতারে পাঘা | ওড়িয়া | ||
২০১৫ | লাভ ইউ হামেশা | ওড়িয়া | ||
২০১৫ | সুপার মিছুয়া | ওড়িয়া | ||
২০১৬ | আগস্তিয়া | ওড়িয়া | ||
২০১৬ | জবরদস্ত প্রেমিকা | ওড়িয়া | [5] | |
২০১৭ | তামাকু দেখিলা পারে | ওড়িয়া | ||
২০১৮ | ওলে ওলে দিল বোলে | ওড়িয়া | ||
২০১৮ | আমি শুধু তোর হলাম | বাংলা |
তথ্যসূত্র
- "Jhilik Bhattacharjee Biography"। OdiaLive। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৭।
- "Jhilik Bhattacharjee"। BookMyShow। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৭।
- "Hot Jhilik Bhattacharjee Wiki, Bio, Age, Height, Boyfriend, Net worth"। tvBlaze.com। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৭।
- "Neellohit Movie Review"। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭।
- "JHILIK BHATTACHARJEE BIOGRAPHY"। ENTDAIRY। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.