জেমি লিভার
জেমি জানুমালা ( পেশাগত জীবনে জেমি লিভার নাম পরিচিত) হলেন একজন ভারতীয় স্ট্যান্ড আপ কমেডিয়ান। তিনি ভারতীয় কৌতুকাভিনেতা জনি লিভারের মেয়ে।[1]
জেমি লিভার | |
---|---|
![]() ২০১৭ সালে জেমি লিভার | |
জন্ম | |
অন্যান্য নাম | জেমি জে |
নাগরিকত্ব | ভারতীয় |
যেখানের শিক্ষার্থী | ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় জয় হিন্দ কলেজ যমুনাবাই নার্সি বিদ্যালয় |
পেশা | কৌতুকাভিনেতা |
কার্যকাল | ২০১০-বর্তমান |
পরিচিতির কারণ | কিস কিসকো পেয়ার কারুঁ, কমেডি সার্কাস কে মহাবলি |
উল্লেখযোগ্য কর্ম | কমেডি সার্কাস কে মহাবলি |
পিতা-মাতা | জনি লিভার (বাবা) সুজাতা জানুমালা (মা) |
আত্মীয় | জেসে (ভাই) জিমি মোজেজ (চাচা) |
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
জেমি লিভার ১৯৮৭ সালের অক্টোবর মাসের ১৯ তারিখে ভারতের মহারাষ্ট্র প্রদেশের রাজধানী মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জেমি লিভার (আসল নাম: জন প্রকাশ রাও জানুমালা) এবং মায়ের নাম সুজাতা জানুমালা। তিনি জনি - সুজাতা দম্পতির প্রথম সন্তান। জেমি লিভারের জেসে নামের এক ছোট ভাই আছে।
তিনি যমুনাবাই নার্সি বিদ্যালয় ও জয় হিন্দ কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং কমিউনিকেশনসের উপরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।[2]
কর্মজীবন
জেমি লিভার ২০১২ সালে লন্ডনভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ভিশনগেইনে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন।[3] তিনি দ্য কমেডি স্টোর, মুম্বাই -এ ২০১২ সাল থেকে কৌতুকাভিনয় পরিবেশন করে আসছেন। তিনি ২০১৩ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের কমেডি সার্কাস কে মহাবলি অনুষ্ঠানে কৌতুকাভিনয় প্রদর্শন করেন। এছাড়াও, তিনি বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।[4]
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কিস কিসকো পেয়ার কারুঁ চলচ্চিত্রে 'চম্পা' চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। তার অভিনীত চলচ্চিত্র হাউসফুল ৪ ২০১৯ সালের ২৫ অক্টোবর মুক্তি পায়।[5]
চলচ্চিত্র তালিকা
বছর | শিরোনাম | চরিত্র |
---|---|---|
২০১৫ | কিস কিসকো পেয়ার কারুঁ | চম্পা |
২০১৯ | হাউসফুল ৪ | গিগলি |
তথ্যসূত্র
- "Johnny Lever's daughter continuing father's legacy: Vivek Oberoi"। www.indianexpress.com। The Indian Express ltd.। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪।
- "Johnny Lever daughter Jamie J in Comedy Circus Ke Mahabali"। Filmi Beat। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪।
- "The Heir Is on Air"। Open The Magazine। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪।
- "Jamie performs in front of father Johnny Lever"। Times of India। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪।
- "'Housefull 4': All you need to know about the film"। The Times of India। ১৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।