জেদ্দার চুক্তি (১৯২৭)

১৯২৭ সালের ২০ মে স্বাক্ষরিত জেদ্দার চুক্তি যুক্তরাজ্য ও রাজা আবদুল আজিজ ইবনে সৌদের মধ্যে স্বাক্ষরিত হয় এবং ১৯১৫ সালে স্বাক্ষরিত দারিনের চুক্তির স্থলাভিষিক্ত হয়। যুক্তরাজ্য এতে তৎকালীন নজদ ও হেজাজ রাজতন্ত্র বলে পরিচিত সমগ্র অঞ্চলে আবদুল আজিজের সার্বভৌমত্ব মেনে নেয়। এসকল অঞ্চল ১৯৩২ সালে সৌদি আরব নামে একীভূত হয়। এর বিনিময়ে আবদুল আজিজের সেনাবাহিনী প্রতিবেশী ব্রিটিশ আশ্রিত রাষ্ট্রসমূহে আক্রমণ করবে না বলে সম্মতি প্রদান করা হয়।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.