জুলিয়ান ব্র্যান্ড

জুলিয়ান ব্র্যান্ড (জন্ম ২ মে ১৯৯৬) একজন জার্মান পেশাদার ফুটবলার, যিনি একজন উইঙ্গার হিসেবে জার্মান ক্লাব বায়ের লেভারকুসেন-এর হয়ে খেলে থাকেন।[2]

জুলিয়ান ব্র্যান্ড
২০১৬ সালে অনুষ্ঠেও ২০১৬ সামার অলিম্পিকস-এ জার্মানী'র হয়ে খেলছেন ব্রান্ড।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জুলিয়ান ব্র্যান্ড[1]
জন্ম (1996-05-02) ২ মে ১৯৯৬[1]
জন্ম স্থান ব্রেমেন, জার্মানী
উচ্চতা ১.৮৫ মিটার[1]
মাঠে অবস্থান উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বায়ের লেভারকুসেন
জার্সি নম্বর ১০
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০১–২০০৯ এসসি বোর্গফেল্ড
২০০৯–২০১১ এফসি ওবেরনেওল্যান্ড
২০১১–২০১৩ ভিএফএল ওল্পসবার্গ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৪ বায়ার লেভারকুজেন II (১)
২০১৪– বায়ার লেভারকুজেন ১১৫ (২২)
জাতীয় দল
২০১১ জার্মানী অনুর্ধ ১৫ (২)
২০১১–২০১২ জার্মানী অনুর্ধ ১৬ (১)
২০১২–২০১৩ জার্মানী অনুর্ধ ১৭ ১৯ (৫)
২০১৩–২০১৪ জার্মানী অনুর্ধ ১৯ ১৪ (২)
২০১৫ জার্মানী অনুর্ধ ২০ (২)
২০১৫– জার্মানী অনুর্ধ ২১ (১)
২০১৬ জার্মানী অলিম্পিকস (০)
২০১৬– জার্মানী ১৩ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৭ই ডিসেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২২:০০, ১০ই ডিসেম্বর ২০১৭ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ব্রান্ড, সম্মিলিত ভাবে জার্মানী নাবালক দল সমূহের হয়ে ৫৫টিরও বেশি ম্যাচে উপস্থিত হয়েছেন, যেখানে তিনি জার্মানী অনুর্ধ ১৫ দল থেকে অনুর্ধ ২১ পযন্ত প্রত্যেকটি দলেই খেলেছেন। তিনি ২০১৪ সালে হাঙ্গেরীতে অনুষ্ঠিত ইউয়েফা ইউরোপিয়ান অনুর্ধ ১৯ চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণকৃত জার্মানী দলের একজন ছিলেন, যেটিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।

আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন

২০১৬ সালের ১৭ই মে, ফ্রান্সে আয়োজিত উয়েফা ইউরো ২০১৬-এর জন্য ২৭জন সদস্যের প্রাথমিক জার্মানী দলে ব্রান্ডের নাম ঘোষণা করা হয়। [3]

তিনি ২০১৬ সালে ব্রাজিলে আয়োজিত ২০১৬ সামার অলিম্পিকস-এ অংশ নেওয়া জার্মানী ফুটবল দলের একজন সদস্য ছিলে, যেখানে জার্মানী রৌপ্য পদক জয় করে।[4]

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান

ক্লাব

১৮ই ডিসেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[2][5]
ক্লাব সিজন লিগ কাপ ইউরোপ সর্বমোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
বায়ের লেভারকুসেন ২০১৩–১৪ ১২১৪
২০১৪–১৫ ২৫৩৫
২০১৫–১৬ ২৯১২৪৪১০
২০১৬–১৭ ৩২৪০
২০১৭–১৮ ১৭১৯
সর্বমোট ১১৫২২২৮১৫২২৫
খেলোয়াড়ী জীবনে সর্বমোট ১১৫২২২৮১৫২২৫

আন্তর্জাতিক গোল সমূহ

১০শে নভেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[2][6]
জাতীয় দলসালউপস্থিতিগোল
জার্মানী
২০১৬
২০১৭
সর্বমোট১৩

আন্তর্জাতিক গোল

Scores and results list Germany's goal tally first.[6]
Noতারিখভ্যানুপ্রতিপক্ষগোলের সংখ্যাফলাফলপ্রতিযোগীতা
১.১০ই জুন ২০১৭স্টাডিয়ন নুর্নবার্গ, নুরেমবার্গ, জার্মানী সান মারিনো6–0৭–০২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব

তথ্যসূত্র

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (PDF)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭
  2. "J. Brandt"। Soccerway। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৪
  3. "Bastian Schweinsteiger included in Germany's provisional Euro 2016 squad"The Guardian। ১৭ মে ২০১৬।
  4. "Neymar's golden penalty sees Brazil to victory"fifa.com। ২০ আগস্ট ২০১৬।
  5. "Julian Brandt profile"। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৬
  6. "Brandt, Julian"। National Football Teams। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.