জুনাগড় জেলা
জুনাগড় জেলা হল ভারতের গুজরাট রাজ্যের একটি জেলা। এর প্রশাসনিক সদর দফতর জুনাগড় শহর।
জুনাগড় জেলা | |
---|---|
জেলা | |
![]() Location of district in Gujarat | |
স্থানাঙ্ক: ২১°৩১′ উত্তর ৭০°২৭′ পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | গুজরাট |
অঞ্চল | সৌরাষ্ট্র |
সদর | জুনাগড় |
আয়তন | |
• মোট | ৮৮৩১ কিমি২ (৩৪১০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৭,৪৩,০৮২ |
• জনঘনত্ব | ৩১০/কিমি২ (৮০০/বর্গমাইল) |
ভাষা | |
• অফিসিয়াল | গুজরাটি, হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৩৬২০০১ |
যানবাহন নিবন্ধন | GJ 11 |
ওয়েবসাইট | gujaratindia |
ভৌগোলিক অঞ্চল
পশ্চিম গুজরাটের জুনাগড় জেলায় কাঠিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত। এই জেলার উত্তরে রাজকোট জেলা, উত্তর-পশ্চিমে পোরবন্দর জেলা, পূর্বে আমরেলি জেলা, দক্ষিণ এবং পশ্চিমে আরব সাগর দ্বারা বেষ্টিত।
পোরবন্দর হল মহাত্মা গান্ধীর জন্মস্থান আগে এই জেলার অংশ ছিল পরে জুনাগড় জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পোরবন্দর জেলায় চলে আসে।
জুনাগড়ের গিরনার নামে একটি পর্বতমালা রয়েছে যা হিন্দু ধর্ম এবং জৈন ধর্ম তীর্থস্থান রয়েছে।
বিভাগ
জুনাগড় জেলার তালুক হল: জুনাগড় শহর, ভেসান উপজেলা,[1] জুনাগড় গ্রামীণ, কেশোদ, মালিয়া, মানভাদর, মঙ্গরোল, মেন্দারদা, ভান্থালি, ভিসাভাদর ইত্যাদি।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুসারে জুনাগড় জেলার জনসংখ্যা ২,৭৪৩,০৮২ জন,[2] জ্যামাইকা[3] বা মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা এর সমান জনসংখ্যা।[4] ভারতের মধ্যে ১৪২ তম স্থান এই জেলার (মোট ৬৪০ এর মধ্যে)।[2] এই জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে (৮০০/বর্গ মাইল) ৩১০ জন।[2] ২০০১-২০১১ সাল পর্যন্ত জনসংখ্যার হার বৃদ্ধি ছিল ১২.০১%।[2] জুনাগড়ের প্রতি ১০০০ জন পুরুষের ৯৫২ জন মহিলার লিঙ্গ অনুপাত রয়েছে।[2] এখানে সাক্ষরতার হার ছিল ২০০১ সালে ৬৭.৭% যা ২০১১ সালে স্বাক্ষরতার হার ৭৬.৮৮% হয়ে দাঁড়িয়েছে।[2]
২০১১ সালে ভারতের আদমশুমারি অনুসারে এই জেলার জনসংখ্যার ৯৬.৮৪% লোক গুজরাটি, ১.২৫% হিন্দি, ০.৯৯% সিন্ধি এবং ০.০৯% উর্দু তারা তাদের মাতৃভাষায় কথা বলেন।[5]
পরিবহন ব্যবস্থা
জুনাগড় এ সড়ক এবং রেলওয়ে ব্যবস্থা খুবই ভাল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। জুনাগড় থেকে রাজকোট থেকে প্রায় ১০০ কিলোমিটার এবং আহমেদাবাদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত। জাতীয় সড়ক ৮ডি জুনাগড় থেকে রাজকোট ভায়া জেটপুরের সাথে সংযুক্ত রয়েছে।
জুনাগড় রেলওয়ে স্টেশনটির সাথে রাজকোট, আহমেদাবাদের সাথে ভাল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। জুনাগড়ের কেশোদে বিমানবন্দর রয়েছে যা মুম্বাইয়ের সাথে বিমান যোগাযোগ সীমিত।
এই জেলায় দীর্ঘ উপকূল অবস্থিত এবং এর মধ্যে ভেরাভল, মঙ্গরোল, চোরওয়াদ ইত্যাদি বন্দর রয়েছে তবে এগুলি মৎস্য শিল্পের জন্য ব্যবহার হয়।
২০১১ সালের অক্টোবরে ভারত সরকার গিরনার পর্বতে উপর রোপওয়ে ব্যবস্থা চালু করার অনুমোদন দিয়ে ছিল। তবে এটি তৈরি করতে অনেক সময় লাগবে। আগে গিরনার পর্বতের জন্য হেলিকপ্টার সার্ভিস পাওয়া যেত তবে এখন তা বন্ধ রয়েছে।
বনাঞ্চল এবং বন্যপ্রাণী
জুনাগড়ে গির অরন্য জাতীয় উদ্যান রয়েছে, যা এটিকে এশিয়াটিক সিংহের একমাত্র আবাস স্থল বলা হয়। বাঁশ বনকে গিরনার পর্বতে বন সংরক্ষক হিসাবে ঘোষণা করা হয়েছে। "গিরনারী গিদ্ধ", লম্বা বিলযুক্ত শকুনগুলি কেবল গিরনার উপরই দেখতে পাওয়া যায়, একমাত্র গিরনার অঞ্চলে প্রায় ২৫ শতাংশ প্রজাতি রয়েছে এবং গুজরাট রাজ্যে মোট শকুনের সংখ্যার প্রায় ১০ শতাংশ রয়েছে।
শিক্ষা জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয় এখানে প্রধানত বিখ্যাত। এখানে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যেমন:
- এন আর ভেকেরিয়া ইনিস্টিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজ
- অম্রুত ইনস্টিটিউট, জুনাগড়
- http://www.bknmu.edu.in/
তথ্যসূত্র
- "Bhesan"। 2011 Census of India। Government of India। ২৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭।
- "Junagadh District Population - Census 2011"। CensusIndia.co.in।
- US Directorate of Intelligence। "Country Comparison:Population"। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Jamaica 2,868,380 July 2011 est
- "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১১-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
Utah 2,763,885
- 2011 Census of India, Population By Mother Tongue