জিও ফিল্মস
জিও ফিল্মস হল করাচিতে অবস্থিত পাকিস্তান-ভিত্তিক জিও টেলিভিশন নেটওয়ার্ক মালিকানাধীন একটি চলচ্চিত্র পরিবেশক কোম্পানী।[1] জিও ফিল্মস সমস্ত পাকিস্তান জুড়ে হলিউড, বলিউড এবং ললিউড চলচ্চিত্রসমূহ পরিবেশন করে থাকে।[2]
![]() | |
শিল্প | চলচ্চিত্র পরিবেশক |
---|---|
সদরদপ্তর | করাচী, পাকিস্তান |
মালিক | ইমরান আসলাম (প্রধান নির্বাহী কর্মকর্তা) Rehmat Fazli (পরিচালক) |
মূল প্রতিষ্ঠান | জিও টেলিভিশন নেটওয়ার্ক |
চলচ্চিত্র পরিবেশন
পাকিস্তানের জিও ফিল্মস কর্তৃক পরিবেশনকৃত চলচ্চিত্রের সম্পূর্ণ তালিকা:
বছর | চলচ্চিত্রসমূহ |
---|---|
২০০৭ | মোহাব্বাতে সাচিয়া |
২০০৮ | রামচাদ পাকিস্তানী |
খুদা কে লিয়ে[3] | |
২০১০ | বিরসা |
২০১১ | বল |
২০১৩ | আভি তো মে জয়ান হু |
আনজুমান | |
আরমান | |
দিল মেরা ধারকান তেরি | |
দেবর ভাবী | |
আয়না | |
দ্যা হোবিট: এন আনএক্সপেক্টেড জার্নি | |
রেস ২ | |
চম্বলি | |
ম্যান অব স্টীল | |
ইপিক | |
প্যাসিফিক রিম | |
সত্যগ্রহ | |
দ্যা উলভেরিন ইন থ্রিডি | |
২০১৪ | জীন |
এক্স-ম্যান: ডেজ অব দ্যা পাস্ট | |
হাউ টু ট্রেন ইয়র ড্রাগন ২ | |
ডন অব দ্রা প্লানেট অব দ্যা এপেস | |
ইনটু দ্যা স্ট্রোম | |
দাওয়াত-ই-ইশক | |
দুখতার[4] | |
আন্নাবেলে | |
দ্যা জাজ | |
হ্যাপি নিউ ইয়ার | |
২০১৫ | ডিটেকটিভ বোমকেশ বকশী! |
তথ্যসূত্র
- "No marketing means no success……. Pakistani film distributor"। TP। Saadekhar IftMir। ২৬ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪।
- "The 'Empire' strikes back: Cinema and the taxing issue"। Instep। Omair Alvi। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪।
- "Filmmakers don't "release" films, distributors do"। DAWN.com। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪।
- "Geo Films acquires latest Pakistani independent film Dukhtar"। The News। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.