জি কার প্রদেশ

জি কার (আরবি: ذي قار) ইরাকের একটি প্রদেশ। প্রদেশটির আয়তন ১২,৯০০ বর্গকিলোমিটার। ২০০৩ সালে প্রাক্কলিত জনসংখ্যা প্রায় ১৪ লক্ষ। আন নাসিরিয়াহ শহর প্রদেশটির রাজধানী। এছাড়াও এই প্রদেশে প্রাচীন সুমেরীয় শহর উর, এরিদু, লাগাশ এবং গির্সু-র ধ্বংসাবশেষ আছে। ১৯৭৬ সালের আগে প্রদেশটির নাম ছিল মুন্তাফিক প্রদেশ।

জি কার প্রদেশ
ذي قار
প্রদেশ
স্থানাঙ্ক: ৩১°১৪′ উত্তর ৪৬°১৯′ পূর্ব
দেশইরাক
রাজধানীআন নাসিরিয়াহ
আয়তন
  মোট১২৯০০ কিমি (৫০০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০০৩)
  মোট১৪,৫৪,২০০
প্রধান ভাষাসমূহআরবি

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.