জাহাঙ্গীর কবির নানক

জাহাঙ্গীর কবির নানক (জন্ম: ১৪ জানুয়ারি ১৯৫৪) বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য;ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। [1]

জাহাঙ্গীর কবির নানক
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০৯  ২০১৮
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী- শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রীসভা
কাজের মেয়াদ
২০০৯  ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-01-14) ১৪ জানুয়ারি ১৯৫৪
বরিশাল জেলা, পূর্ব পাকিস্তান
(বর্তমান বাংলাদেশ)
নাগরিকত্বপাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

জন্ম ও শিক্ষাজীবন

জাহাঙ্গীর কবির নানকের পৈতৃক বাড়ি বরিশাল জেলার বরিশাল সদর উপজেলার ড: খিরদ মুখার্জী লেন এলাকায়। তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন

পেশার আইনজীবী জাহাঙ্গীর কবির নানক রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।[2][3] ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রীসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।[4]

আরও দেখুন

তথ্যসূত্র

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.