জাস্টিন গ্যাটলিন

জাস্টিন গ্যা্টলিন (ইংরেজি: Justin Gatlin; জন্মঃ ১০ ফেব্রুয়ারি, ১৯৮২) একজন আমেরিকান দৌড়বিদ। তিনি ১৯৮২ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।[2] ১০০ মিটার দৌঁড় প্রতিযোগিতায় তিনি একজন গোল্ড মেডেলধারী। ১০০ মি দৌঁড়ে সর্বশ্রেষ্ঠ রেকর্ড হল ৯.৭৪ সেকেন্ড[3] ৬০ মি দৌড়ে তিনি দুবার বিশ্ব ইনডোর গেমস চ্যাম্পিয়ন হয়েছিলেন।[4] লন্ডন ২০১২ অলিম্পিক গেমস ১০০ মিটারে তিনি ৯.৭৯ সেকেন্ড সময় নেন এবং ব্রোঞ্জ পদক অর্জন করেন।

জাস্টিন গ্যাটলিন
২০১৩ আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ-এ জাস্টিন গ্যাটলিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজাস্টিন আলেক্সান্ডার গ্যাটলিন
জাতীয়তাআমেরিকান
জন্ম (1982-02-10) ১০ ফেব্রুয়ারি ১৯৮২
ব্রুকলিন, নিউ ইয়র্ক্, যুক্তরাষ্ট্র
বাসস্থানওরল্যান্ডো, ফ্লোরিডা
উচ্চতা ফু ১ ইঞ্চি (১.৮৫ মি)[1]
ওজন১৮৩ পা (৮৩ কেজি)[1]
ক্রীড়া
ক্রীড়াট্র্যাক অ্যান্ড ফিল্ড
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা১০০ মি: ৯.৭৪ (দোহা ২০১৫)
২০০ মি: ১৯.৬৮ (মোনাকো ২০১৪)

ক্যারিয়ার

ফ্লোরিডার পেনসাকোলা তে অবস্থিত উডম হাই স্কুলে গ্যা্টলিন শিক্ষা লাভ করেন। ২০০ সালের শেষের দিকে তিনি নকচভিল এ অবস্থিত টেন্নেসসি বিশ্বঃবিদ্যালযে ভর্তি হন। এখানেই ভিনচ অ্যান্ডারসন এবং বব এর কাছে শিক্ষা লাভ করেন এবং তারাই গ্যাটলিনের প্রতিভাতে মুগ্ধ হয়ে তাকে একজন দৌড়বিদে পরিনত করেন। তিনি ২০০২ সাল থেকে পরপর ৬টি জিতেন। ২০০৪ অলিম্পিকে ১০০ মিটারে সোনা, ৪০০ মিটারের রিলেতে রৌপ্য, ২০০ মিটারে ব্রোঞ্জ জেতেন। এছাড়াও ২০১২ অলিম্পিকে ১০০ মিটারেও তিনি ব্রোঞ্জ জেতেন।[2]

সমালোচনা

মাদক গ্রহণ

অ্যাম্পেটামিন পরীক্ষাতে পজিটিভ প্রমাণিত হওয়ার কারনে ২০০১ সালে ২ বছরের জন্য এবং ২০০৬ তে ৪ বছরের জন্য তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়।[5][6]

প্রত্যাবর্তন

২০১০ সালের ৩ আগস্ট ৪ বছরের নিষেধাজ্ঞা শেষে গ্যা্টলিন পুনরায় আবার তার দৌড় প্রতিযোগিতার পেশাগত জীবনে ফিরে আসেন।[7]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.