জমুই

জমুই (ইংরেজি: Jamui) ভারতের বিহার রাজ্যের জামুই জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

জমুই
Jamui
শহর
জমুই
Jamui
ভারতে বিহার এর অবস্থান
স্থানাঙ্ক: ২৪.৯২° উত্তর ৮৬.২২° পূর্ব / 24.92; 86.22
দেশ India
রাজ্যবিহার
জেলাজমুই
আয়তন
  শহর৩১২২.৮০ কিমি (১২০৫.৭২ বর্গমাইল)
উচ্চতা৭৮ মিটার (২৫৬ ফুট)
জনসংখ্যা (২০০১)
  শহর৬৬,৭৯৭
  জনঘনত্ব৪০১/কিমি (১০৪০/বর্গমাইল)
  মহানগর১,৮১,২২৭
ভাষা
  সরকারীঅঙ্গীকা, হিন্দি
সময় অঞ্চলআএসটি (ইউটিসি+৫:৩০)
পিন811307
টেলিফোন কোড০৬৩৪৫
ওয়েবসাইটwww.jamui.bih.nic.in

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪.৯২° উত্তর ৮৬.২২° পূর্ব / 24.92; 86.22[1] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৭৮ মিটার (২৫৫ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে জমুই শহরের জনসংখ্যা হল ৬৬,৭৫২ জন।[2] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।

এখানে সাক্ষরতার হার ৫৫%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৫% এবং নারীদের মধ্যে এই হার ৪৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে জমুই এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৭% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "Jamui"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.