জাভাদ নেকুউনাম

জাভাদ নেকুউনাম (ফার্সি: جواد نکونام; জন্ম: সেপ্টেম্বর ১৯৮০, রেয়, ইরান) হচ্ছেন ইরানি ফুটবলার যিনি বর্তমানে কুয়েতি ক্লাব কুয়েত এসসি ও জাতীয় দলের হয়ে খেলছেন। তিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সাধারণত সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে খেলে থাকেন, কিন্তু এর পাশাপাশি পাসিং দক্ষতা, রক্ষণশীলতা ও শক্তিশালী দীর্ঘমাপের শটের জন্য বিখ্যাত।[1]

জাভাদ নেকুউনাম
২০১২ সালে নেকুউনাম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জাভাদ নেকুউনাম
জন্ম (1980-09-07) ৭ সেপ্টেম্বর ১৯৮০
জন্ম স্থান রেয়, ইরান
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান সেন্ট্রাল মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আল কুয়েত
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
নাফ্‌ত তেহরান
পাস তেহরান
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৯৮-২০০৫ পাস তেহরান ১৭৯ (৪৫)
২০০৫-২০০৬ আল ওয়াহাদা (৩)
২০০৬ আল শারজা ১৪ (৮)
২০০৬-২০১২ ওসাসানু ১৪৯ (২৪)
২০১২-২০১৪ এস্তেঘাল এফ.সি ৪৪ (৮)
২০১৪– আল কুয়েত (১)
জাতীয় দল
১৯৯৮-২০০০ ইরান অনূর্ধ্ব ১৯
২০০২ ইরান অনূর্ধ্ব ২৩ 6 (2)
২০০০– ইরান ১৩৮ (৩৭)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৩:৫০ ১৬ মার্চ ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৪:১২ ২৬ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তিনি তার ফুটবলীয় জীবনের দীর্ঘ সময় ইরানের ক্লাব পাস তেহরান ও স্পেনীয় ক্লাব ওসাসানুর হয়ে খেলেছেন। ওসাসানুতে তিনি ১৭৪ খেলায় ২৬ গোল করেন।

তার ডাকনাম নেকু;[2] তিনি জাতীয় দলের হয়ে ১৩০-এর অধিক ম্যাচ খেলে ৩৭টি গোল করেন। তিনি একধিকা বড় টুর্নামেন্টেও অংশগ্রহণ করেন এর মধ্যে রয়েছে ২০০২২০০৬ ফিফা বিশ্বকাপ

ক্যারিয়ার

ক্লাব

আন্তর্জাতিক

সর্বশেষ ২০১৪ সালের ৩০ মে[3] অবধি পর্যন্ত হালনাগাদকৃত পরিসংখ্যান:

ইরান
বছরউপস্থিতিগোল
২০০০
২০০১১১
২০০২
২০০৩১১
২০০৪১৮
২০০৫১১
২০০৬১১
২০০৭
২০০৮
২০০৯
২০১০
২০১১১০
২০১২
২০১৩
২০১৪
সর্বমোট১৩৮৩৭

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Nekounam Fan Thread"। Persian Football। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৪
  2. "World Cup 2014: Player profile – who is Javad Nekounam, the Iran midfielder?"The Independent। ১৬ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৪
  3. "J. NEKOUNAM" (ইংরেজি ভাষায়)। সকার ওয়ে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.