জাফরুল এহসান

জাফরুল এহসান একজন বাংলাদেশী ক্রিকেট কোচ। এর আগে তিনি বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের ব্যাটিং কোচ হিসাবে অংশ নিয়েছিলেন। [1] তিনি প্রাক্তন ইংলিশ ব্যাটসম্যান মাল লোয়ের অধীনে কাজ করেছিলেন যিনি প্রধান কোচ ছিলেন। এইচপিইউর বর্তমান প্রধান কোচ হলেন সাইমন হেলমোট । [2] তিনি বিপিএলের নবাগত সিলেট সিক্সার্সের প্রধান কোচ হিসাবে কাজ করতে চলেছেন। তাকে সহযোগীতা করার জন্য জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ এবং অবসরপ্রাপ্ত পেসার হাসিবুল হোসেন শান্তকে যথাক্রমে দলের উপদেষ্টা ও পরিচালক হিসাবে রয়েছেন।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Loye named BCB High Performance head coach | Cricket"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১০
  2. "Helmot named BCB's High Performance Programme coach"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.