জাফরুল ইসলাম চৌধুরী
জাফরুল ইসলাম চৌধুরী একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং চট্টগ্রাম -১৫ এর সাবেক সংসদ সদস্য। [1] তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলীয় সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [2]
জাফরুল ইসলাম চৌধুরী | |
---|---|
জাতীয় সংসদের সদস্য | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | চট্টগ্রাম জেলা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
প্রাথমিক ও শিক্ষা জীবন
জাফরুল ১৪ অক্টোবর ১৯৫০ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি বাণিজ্য বিষয়ে স্নাতক শেষ করেছেন। [3]
কর্মজীবন
চৌধুরী খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। [4] ২০০৮ সালের বাংলাদেশ সাধারণ নির্বাচনের জন্য তিনি চট্টগ্রাম -১৫ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত হয়েছিলেন । [5] ২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিটের যুগ্ম আহ্বায়ক হন। [6] ২০১০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। [7] তিনি বাংলাদেশ-জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন। [8]
তথ্যসূত্র
- "CUJ programmes to implement wage board"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৬ জুন ২০১০। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Bangladesh in India elephant plea"। BBC। ১১ আগস্ট ২০০৪। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Constituency 292"। parliament.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "'World environment affected for unplanned dev of rich countries'"। archive.thedailystar.net। The Daily Star। BSS। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "15 BNP candidates in Ctg, one for alliance"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "BNP announces names of conveners, jt conveners"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Country has plunged into disastrous situation"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "10 MPs to visit Japan to meet Jica high-ups"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৭ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।