জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র
জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র হল বাংলাদেশে মাশরুমের উন্নয়ন ও সম্প্রসারণের উদ্দেশে পরিচালিত একটি গবেষনা ও প্রশিক্ষণসেবা মূলক প্রতিষ্ঠান।[1]
অবস্থান
প্রতিষ্ঠানটি ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার পৌরসভার সোবহানবাগে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে (ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে) অবস্থিত।[1]
উদ্দেশ্য
- মাশরুম বিষয়ক গবেষনা।
- মাশরুম বিষয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়ন।
- মাশরুম ও মাশরুমজাত পণ্যের গুণগতমান নির্ধারন ও নিশ্চিতকরন।
- উদ্যোক্তা সৃষ্টিকরন।
- মাশরুমের দেশিয় ও আন্তর্জাতিক বাজার সৃষ্টিতে সহায়তা প্রদান।
- প্রচার ও প্রচারনার মাধ্যমে মাশরুমকে জনপ্রিয় করে তোলা ও ভোক্তা সৃষ্টি করা।[1]
সেবাসমূহ
- মাশরুমের নতুন নতুন জাত উন্নয়ন ও দেশোপযোগী চাষ প্রযোক্তি উদ্ভাবন করা।
- নতুন উদ্ভাবিত এসব জাত ও দেশোপযোগী আধুনিক প্রযোক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণ করা।
- মাশরুমের চাষ সম্পর্কে কৃষকদের প্রযুক্তি পরামর্শ প্রদান করা।
- মাশরুম বাজারজাতকরনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
- মাশরুম ও মাশরুমজাত পণ্যের গুণগত মানের প্রত্যয়ন পত্র প্রদান করা।
- মাশরুমের বীজের মান নিয়ন্ত্রন পূর্বক চাষীদের ভাল মানের বীজ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করা।
- ক্ষুদ্র, মাঝারি ও বড় আকারে মাশরুম শিল্প প্রতিষ্ঠানে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান।
- মাশরুম রপ্তানীতে কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রদান।
- চাষিদের স্বার্থ রক্ষায় মাশরুম বিষয়ক সরকারি যে কোন নীতি নির্ধারণ ও বাস্তবায়নে সহযোগিতা করা।
- সংগঠনের মাধ্যমে চাষিদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় সহায়তা প্রদান।[1]
তথ্যসূত্র
- Help for Disability and Distress (HDD) কর্তৃক প্রকাশিত বই: সাভার ডিরেক্টরি (সাভার উপজেলার তথ্য সংবলিত বই); পৃষ্ঠাঃ ৫০ ও ৫১, প্রকাশকাল: ডিসেম্বর, ২০১২ ইং
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.