জাতীয় ক্রীড়া পুরস্কার
জাতীয় ক্রীড়া পুরস্কার হলো বাংলাদেশের একটি জাতীয় এবং বেসামরিক পুরস্কার।[1][2] প্রতিবছর বাংলাদেশের ক্রীড়াঙ্গণের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়।[3]
জাতীয় ক্রীড়া পুরস্কার | |
---|---|
ক্রীড়া পুরস্কার | |
পুরষ্কারের কারণ | বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়। |
স্পন্সর | বাংলাদেশ সরকার |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
দেশ | ![]() |
পুরস্কারদাতা | জাতীয় ক্রীড়া পরিষদ |
স্বাগতিক | যুব ও ক্রীড়া মন্ত্রণালয় |
প্রথম পুরস্কৃত | ১৯৭৬ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৭ |
ইতিহাস
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখার জন্য ১৯৭৬ সালে তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা প্রবর্তন করেন।[4] এরপর ছয় বছর নিয়মিত দেয়ার পর ১৯৮২ সাল থেকে এটি প্রদান বন্ধ হয়ে গেলেও ১৯৯৬ সাল থেকে আবার শুরু করা হয় পুরস্কার প্রদান করা।[4]
আরও দেখুন
- জাতীয় পুরস্কার;
- জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ীদের তালিকা।
তথ্যসূত্র
- "জাতীয় পুরস্কার/পদক সংক্রান্ত নির্দেশাবলি (১৫/০৫/২০১৭)" (PDF)। বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
- সানজিদা খান (জানুয়ারি ২০০৩)। "জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭।
- "এত দিনে জাতীয় ক্রীড়া পুরস্কার"। দৈনিক প্রথম আলো। ২৪ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭।
- চঞ্চল, মোজাম্মেল হক (১২ এপ্রিল ২০১৭)। "জাতীয় ক্রীড়া পুরস্কার নীতিমালা অনুমোদন"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
টেমপ্লেট:ক্রীড়া পুরস্কার
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.