জাকির তালুকদার
জাকির তালুকদার বাংলাদেশি কথাসাহিত্যিক।[1][2] বাংলা কথাসাহিত্যে তিনি ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত আসন তৈরি করে নিয়েছেন। তার মহাকাব্যিক উপন্যাস পিতৃগণ সমকালীন কথাসাহিত্যে একটি মৌলিক সংযোজন।

জাকির তালুকদার
জাকির তালুকদার | |
---|---|
জাকির তালুকদার | |
জন্ম | ২০ জানুয়ারি ১৯৬৫ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | লেখক |
উল্লেখযোগ্য কর্ম | পিতৃগণ, হাঁটতে থাকা মানুষের গল্প, মুসলমানমঙ্গল |
আদি নিবাস | নাটোর, বাংলাদেশ |
পুরস্কার |
|
তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং স্বাস্থ্যঅর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। লেখালেখির শুরু থেকেই তিনি আলাদা এক পথ নির্মাণে সচেষ্ট ছিলেন।[1] তার লেখায় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পুরাণের সংমিশ্রণ সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা নিয়ে উপস্থিত হয়েছে।[1] পিতৃগণ ছাড়া কুরসিনামা, মুসলমানমঙ্গল, কবি ও কামিনী, ‘ছায়াবাস্তব, কল্পনা চাকমা ও রাজার সেপাই তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।[1] ২০১৪ সালে বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হয়েছেন।[1]
গ্রন্থসমূহ
এ পর্যন্ত ২৪টি গ্রন্থ তিনি রচনা করেছেন। তার রচিত গ্রন্থসমূহ:
- কবি ও কামিনী;
- কুরসীনামা
- প্রতিপাঠ
- পিতৃগণ, (জেমকন কথাসাহিত্য পুরস্কার)
- ছায়াবাস্তব
- কল্পনা চাকমা ও রাজার সেপাই
- মায়ের জন্য ভালবাসা
- বাংলাদেশের গল্প
- গল্পসমগ্র
- বাছাই গল্প
- হাঁটতে থাকা মানুষের গল্প
- চলনবিলের রূপকথা
- মুসলমানমঙ্গল (বাংলা একাডেমী পুরস্কার)
- যোজনগন্ধা
- রবীন্দ্রনাথ:’রাজা’
- পিচ্চিভূতের কান্ড
- গল্পপাঠ
- হা-ভাতভুমি
- দূরদিগন্তে উঁকি
- বহিরাগত—ইত্যাদি
- মেয়েটি কেবল নিয়তির কাছে হেরেছিল
- ১৯৯২
তথ্যসূত্র
- মাহমুদ, এহসান (৫ ফেব্রুয়ারি ২০১৫)। "আমি লেখার বিষয় সংকটে ভুগিনি : জাকির তালুকদার"। এনটিভি অনলাইন। ৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৮।
- "মুসলমানমঙ্গল"। arts.bdnews24.com। ২০০৯-০২-১৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.