জর্ডানের বাদশাহদের তালিকা
জর্ডানের বাদশাহ হল জর্ডানের রাষ্ট্রপ্রধানের পদ। বাদশাহ জর্ডানের হাশিমি রাজপরিবারের প্রধান হিসেবেও দায়িত্বপালন করেন। তাকে মহামান্য (ইংরেজিতেঃ হিজ ম্যাজেস্টি) (صاحب الجلالة) হিসেবে সম্বোধন করা হয়।
জর্ডান হাশিমি রাজতন্ত্রের বাদশাহ | |
---|---|
![]() জর্ডানের জাতীয় প্রতীক | |
দায়িত্ব | |
![]() | |
দ্বিতীয় আবদুল্লাহ | |
বিস্তারিত | |
শৈলী | তাঁর মহিমা |
আপাত উত্তরাধিকারী | হুসাইন বিন আবদুল্লাহ |
প্রথম সম্রাট/জ্ঞী | প্রথম আবদুল্লাহ |
গঠন | ১৯২১ |
![]() |
---|
এই নিবন্ধটি জর্দানের রাজনীতি ও সরকার ধারাবাহিকের অংশ |
Constitution
|
|
|
|
|
Local government
|
Elections
|
Foreign relations
|
Related topics
|
![]()
|
ইতিহাস
আরও তথ্যের জন্য দেখুন: জর্ডানের ইতিহাস
ব্রিটেনের সহায়তায় ১৯২১ সালে জর্ডানে রাজতন্ত্র স্থাপিত হয়। মক্কার শরিফ হুসাইন বিন আলির পুত্রগণ ইরাক ও জর্ডানের বাদশাহ হন। প্রথম আবদুল্লাহ ১৯২১ সালের ১১ এপ্রিল ট্রান্সজর্ডান আমিরাতের আমির হয়েছিলেন। ১৯৪৬ সালের ২৫ মে ট্রান্সজর্ডান স্বাধীন হয়ে নতুন জর্ডান রাষ্ট্র গঠিত হওয়ার আগ পর্যন্ত তিনি আমির ছিলেন। এরপর তিনি জর্ডানের প্রথম বাদশাহ হন।
হাশিমি রাজপরিবারের মূল উৎসভূমি হেজাজ। বর্তমানে তা সৌদি আরবের অংশ।
জর্ডানের শাসক (১৯২১–বর্তমান)
ট্রান্সজর্ডান আমিরাত (১৯২১–১৯৪৬)
নাম |
জীবনকাল |
শাসন শুরু |
শাসন শেষ |
নোট |
পরিবার |
ছবি |
---|---|---|---|---|---|---|
প্রথম আবদুল্লাহ
|
ফেব্রুয়ারি ১৮৮২ – ২০ জুলাই ১৯৫১1 (৬৯ বছর) |
১ এপ্রিল ১৯২১ | ২৫ মে ১৯৪৬ | পূর্বে ১৯২০ সালে স্বল্পকাল ইরাকের বাদশাহ মনোনীত হয়েছিলেন | আল-হাশিম | ![]() |
জর্ডান (১৯৪৬–বর্তমান)
নাম |
জীবনকাল |
শাসন শুরু |
শাসন শেষ |
নোট |
পরিবার |
ছবি |
---|---|---|---|---|---|---|
প্রথম আবদুল্লাহ
|
ফেব্রুয়ারি ১৮৮২ – ২০ জুলাই ১৯৫১ (৬৯ বছর) |
২৫ মে ১৯৪৬ | ২০ জুলাই ১৯৫১ (নিহত) |
১৯৪৮ সালের জেরিকো সম্মেলনে ফিলিস্তিনের বাদশাহ ঘোষিত হন | আল-হাশিম | ![]() |
তালাল
|
৬৩) | ২৬ ফেব্রুয়ারি ১৯০৯ – ৭ জুলাই ১৯৭২ (বয়স২০ জুলাই ১৯৫১ | ১১ আগস্ট ১৯৫২ (ক্ষমতা ত্যাগ) |
প্রথম আবদুল্লাহর পুত্র | আল-হাশিম | ![]() |
হুসাইন
|
৬৩) | ১৪ নভেম্বর ১৯৩৫ – ৭ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স১১ আগস্ট ১৯৫২ | ৭ ফেব্রুয়ারি ১৯৯৯ | তালালের পুত্র | আল-হাশিম | ![]() |
দ্বিতীয় আবদুল্লাহ
|
৩০ জানুয়ারি ১৯৬২ | ৭ ফেব্রুয়ারি ১৯৯৯ | বর্তমান শাসক | হুসাইনের পুত্র | আল-হাশিম | ![]() |
সময়রেখা

রাজকীয় পতাকা

বাদশাহর রাজকীয় পতাকা
আরও দেখুন
- জর্ডানের ইতিহাস
- সুন্নি মুসলিম রাজবংশের তালিকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.