জয়পুর জেলা
জয়পুর জেলা উত্তর ভারতের রাজস্থান রাজ্যের একটি জেলা। রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর শহরে এই জেলার সদর দপ্তর অবস্থিত। জেলাটি জনসংখ্যার নিরিখে দেশের মধ্যে ১০ তম স্থান অধিকার করেছে (মোট ৬৪০ টি জেলার মধ্যে)।[4]
জয়পুর জেলা जयपुर जिला | |
---|---|
রাজস্থানের জেলা | |
![]() রাজস্থানে জয়পুরের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | রাজস্থান |
প্রশাসনিক বিভাগ | জয়পুর বিভাগ |
সদরদপ্তর | জয়পুর |
তহশিল | 16[1] |
সরকার | |
• জেলা সমাহর্তা | শিদার্থ মহাজন |
• বিধানসভা আসন | [2] |
আয়তন | |
• মোট | ১১১৫২ কিমি২ (৪৩০৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬,৬৬,৬৩,৯৭১[3] |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭৬% |
• লিঙ্গানুপাত | ৯১০ |
প্রধান মহাসড়ক | জাতীয় সড়ক ১১ (এনএইচ-১১), জাতীয় সড়ক ৮ (এনএইচ-৮) |
স্থানাঙ্ক | ২৬.৯২৬° উত্তর ৭৫.৮২৩৫° পূর্ব |
গড় বার্ষিক বৃষ্টিপাত | ৪৫৯.৮ মিমি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

২৭. রাজস্থানের মানচিত্রে জয়পুর জেলা।
বিভাগ
তথ্যসূত্র
- "Sub-Divisions/Panchayat Samitis/Tehsils"। ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২৯।
- "Assembly Constituencies of Jaipur district" (PDF)। gisserver1.nic.in/। ২০১২। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১২।
- "Name Census 2011, Rajasthan data" (PDF)। censusindia.gov.in। ২০১২। সংগ্রহের তারিখ ২০১২-১২-২৯।
- "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.