জনি গাদ্দার

জনি গদ্দার (হিন্দি: जॉनी गद्दार, বাংলায় বিশ্বাসঘাতক জনি) ২০০৭ সালে নির্মিত একটি ভারতীয় ক্রাইম থ্রিলার নয়ার চলচ্চিত্র। ছবিটির পরিচালক শ্রীরাম রাঘবন ও প্রযোজক অ্যাডল্যাবস ফিল্মস লিমিটেড। কিংবদন্তি নেপথ্য কণ্ঠশিল্পী মুকেশের পৌত্র ও গায়ক নিতিন মুকেশের পুত্র নীল নিতিন মুকেশ এই ছবিতে ধর্মেন্দ্র, রিমি সেন,বিনয় পাঠক, জাকির হুসেন,অশ্বিনী খালসেকর প্রমুখ অভিনেতাদের পাশাপাশি অভিনয় করেন। এই ছবিটি হিন্দি চলচ্চিত্র জগতে একটি অন্যধারার চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। ছবিটি আদতে ছিল ফিল্ম নয়ারজেমস হেডলি চেজ রচিত গল্পের প্রতি এক শ্রদ্ধার্ঘ।

জনি গদ্দার
जॉनी गद्दार
জনি গদ্দার ছবির পোস্টার
পরিচালকশ্রীরাম রাঘবন
প্রযোজকঅ্যাডল্যাবস ফিল্মস লিমিটেড
রচয়িতাশ্রীরাম রাঘবন
শ্রেষ্ঠাংশেধর্মেন্দ্র,
নীল নিতিন মুকেশ,
রিমি সেন,
বিনয় পাঠক,
জাকির হুসেন,
অশ্বিনী খালসেকর,
গোবিন্দ নামদেও
সুরকারশঙ্কর, ঈশান, লয়
চিত্রগ্রাহকসি কে মূরলীধরন
সম্পাদকপূজা লাধা সূর্তি
পরিবেশকঅ্যাডল্যাবস ফিল্মস লিমিটেড
মুক্তি২৮ সেপ্টেম্বর, ২০০৭
দেশভারত
ভাষাহিন্দি

কাহিনি-সারাংশ

এই কাহিনি এমন এক দলের যারা সন্দেহজনক কাজকারবার করে থাকে। এমনই একটি কাজ যখন দলের বেশ কিছু টাকা আয়ের সম্ভাবনা তৈরি করে তখনই দলের এক সদস্য তার নিজস্ব কিছু পরিকল্পনা নিয়ে দলকে অপ্রত্যাশিত পরিস্থিতিতে ফেলে দেয়। ছবির প্রারম্ভিক নামলিপি থেকে জানা যায় বিজয় আনন্দকে ছাড়াও এই ছবি জেমস হেডলি চেজের প্রতি এক শ্রদ্ধার্ঘ। তবে চেজের কোনো নির্দিষ্ট উপন্যাস অবলম্বনে এই ছবি নির্মিত না হলেও কাহিনিসূত্রে চেজের উপন্যাসের একটি প্রভাব লক্ষিত হয়। পরিচালক শ্রীরাম রাঘবনের আগের ছবি এক হাসিনা থি-ও এই একই বর্গের অন্তর্গত।

ছবিতে দেখা যায়, পাঁচ জন রেগুলার পার্টনার পাঁচটি ভিন্ন ভিন্ন পথে লাভের পরিকল্পনা করে, যেমনটি তারা সাধারণত করে থাকে। সবই ঠিকঠাক ছিল। কিন্তু দলের অন্যতম সদস্য বিক্রম (নীল নিতিন মুকেশ অভিনীত) নিজেই সব টাকা হাতিয়ে তার সঙ্গিনী মিনিকে (রিমি সেন অভিনীত) নিয়ে পালাতে চাইছিল। কিন্তু তার সহযোগীদের বোকা বানানো সহজ কাজ ছিল না। আর তার পরিকল্পনা সফল করতে গিয়ে তাকে নানারকম সমস্যার মুখে পড়তে হয়।

ছবিতে দর্শকেরা একেবারে শুরুতেই জানতে পেরে যান যে আসল বিশ্বাসঘাতক কে। কিন্তু তার দুষ্কর্মের সহযোগীরা তা জানতে পারে না। নায়ক একের পর এক তার দলের সদস্যদের খুন করে চলে। কিন্তু যখনই তার রাস্তা প্রায় পরিষ্কার হয়ে আসে তখনই ঘটনা অন্যদিকে মোড় নেয়।

অভিনেতা ও কলাকুশলী

  • বিক্রম: নীল নিতিন মুকেশ
  • মিনি: রিমি সেন
  • শেষাদ্রি: ধর্মেন্দ্র
  • শার্দুল : জাকির হুসেন
  • প্রকাশ : বিনয় পাঠক
  • বর্ষা : অশ্বিনী খালসেকর
  • শিবা: দয়া শেঠি
  • কল্যাণ: গোবিন্দ নামদেও
  • শেষাদ্রির স্ত্রী: সোনিয়া রক্কর
  • নার্স: বৈজয়ন্তী
  • সিনেমাটোগ্রাফি: সি কে মূরলিধরন
  • সম্পাদনা: পূজা লাধা সূর্তি

সাফল্য-ব্যর্থতা

সমালোচকদের দ্বারা প্রশংসিত হলেও এই ছবিটি বক্স-অফিসে সেইরকম সাফল্য অর্জন করতে পারেনি। সর্বত্রই এর বাণিজ্যের অবস্থা বেশ খারাপ ছিল। যদিও বলিউডে ক্রাইম-থ্রিলারের পুনরুজ্জীবনে এই ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

পুরস্কার ও মনোনয়ন

ফিল্মফেয়ার পুরস্কার

বিজয়ী

  • ২০০৮: ফিল্মফেয়ার বেস্ট সাউন্ড অ্যাওয়ার্ড; লেসি ফার্নান্ডেজ

মনোনীত

স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড

মনোনীত

  • ২০০৮: স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ফর মোস্ট প্রমিসিং নিউকামার - পুরুষ; নীল নিতিন মুকেশ

স্টারডাস্ট অ্যাওয়ার্ড

মনোনীত

আইআইএফএ পুরস্কার

বিজয়ী

জি সিনে অ্যাওয়ার্ড

বিজয়ী

অপ্সরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসার্স গিল্ড অ্যাওয়ার্ড

বিজয়ী

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.