জনি আকোস্তা

জনি আকোস্তা জামোরা (স্প্যানিশঃ ʝoni aˈkosta; জন্ম ২১ জুলাই ১৯৮৩) একজন কোস্টারিকান ফুটবলার যিনি বর্তমানে রিওনেগ্রো আগুইলাস এবং কোস্টারিকান জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার হিসেবে খেলেন।[1]

জনি আকোস্তা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জনি আকোস্তা জামোরা
জন্ম (1983-07-21) ২১ জুলাই ১৯৮৩
জন্ম স্থান সিওদাদ কোয়েসদা, কোস্টারিকা
উচ্চতা ফু ৯ ইঞ্চি (১.৭৫ মি)
মাঠে অবস্থান সেন্টার ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব রিওনেগ্রো আগুইলাস
জার্সি নম্বর ৩৩
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
দেপোর্তিভো সারপ্রিসসা
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৪-২০১০ সান্তোস দ্যা গুয়াপাইলস ৭৭ (০)
২০১০-২০১৬ আলজুয়েলেন্স ১৯২ (১২)
২০১৩ → ডরাডোস (লোন) ১০ (২)
২০১৬-২০১৮ হেরেদিয়ানো ৩২ (৪)
২০১৮- রিওনেগ্রো আগুইলাস
জাতীয় দল
২০১১– কোস্টারিকা ৪৫ (২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৩১ আগস্ট ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১২ জুন ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

আকোস্তার ২০০৪-০৫ মৌসুমে সান্তোস দ্যা গুয়াপাইলসের হয়ে অভিষেক হয় এবং ২০১০ সালে আলজুয়েলেন্স যোগ দেন। আকোস্তার হয়ে ৩ বার লীগ শিরোপা অর্জন করেন। ২০১৩ সালের জানুয়ারিতে তিনি মেক্সিকান ২য় বিভাগের ক্লাব ডরাডোসে ৬ মাসের লোনে যোগ দেয়। [2]

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১১ সালের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ২৯ বছর বয়সে অভিষেক হয়। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১ম গোল করেন, ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় কোস্টারিকা। ২০১৪ সালের জুনে আকোস্তা বিশ্বকাপের জন্য দলে ডাক পান।[3] তিনি কোয়াটার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে মূল একাদশে ছিলেন।[4]

২০১৮ সালের মে'তে তিনি বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দলে ডাক পান।[5]

তথ্যসূত্র

  1. Johnny Acosta se convierte en nuevo jugador de Herediano‚ everardoherrera.com, 28 August 2016
  2. "Johnny Acosta jugará con Dorados de Sinaloa" (in Spanish). Nación. Retrieved 21 April 2014.
  3. "World Cup 2014: Costa Rica name final squad for Brazil". BBC. 12 June 2014. Retrieved 5 July 2014.
  4. "Netherlands 0-0 Costa Rica". BBC News. 5 June 2014. Retrieved 6 June 2014.
  5. https://www.goal.com/en/amp/news/costa-rica-names-23-man-world-cup-squad-featuring-keylor/1bw2iz8pkma5614bzushqyyo7g
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.