জন স্টুয়ার্ট

জন স্টুয়ার্ট (ইংরেজি: Jon Stewart) জনপ্রিয় মার্কিন কমেডিয়ান ও স্যাটায়ারিস্ট। তিনি কমেডি সেন্ট্রাল কেবল টিভি চ্যানেলে "দ্য ডেইলি শো" (ইংরেজি: The Daily Show) নামক টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এই অনুষ্ঠানে হাস্য রসাত্মক ধাঁচে খবর পরিবেশন করা হয়ে থাকে। তার মতে এটি একটি 'নকল খবরের' (fake news) অনুষ্ঠান। তিনি বিশেষত রাজনীতি ও রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যঙ্গ-বিদ্রুপ ও কটাক্ষ করে থাকেন।

জন স্টুয়ার্ট
জন স্টুয়ার্ট
জন্ম
জোনাথান স্টুয়ার্ট লেইবোউইটজ

(1962-11-28) ২৮ নভেম্বর ১৯৬২
নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক (অঙ্গরাজ্য), যুক্তরাষ্ট্র
শিক্ষালরেন্স হাই স্কুল (নিউ জার্সি)
যেখানের শিক্ষার্থীকলেজ অব উইলিয়াম এন্ড মেরী (BS)
দাম্পত্য সঙ্গীট্রাসে ম্যাকশেইন (বি. ২০০০)
সন্তান
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.