জন ড্যানিয়েল ক্রাউস
জন ড্যানিয়েল ক্রাউস একজন মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি তড়িচ্চৌম্বক, রেডিও অ্যাস্ট্রোনমি এবং অ্যান্টেনা থিওরিতে অবদানের জন্য বিখ্যাত। তার উদ্ভাবনের মধ্যে রয়েছে হেলিক্যাল অ্যান্টেনা এবং কর্নার রিফ্লেক্টর।
জন ড্যানিয়েল ক্রাউস | |
---|---|
জন্ম | মিশিগান, মার্কিন যুক্ত্ররাষ্ট্র | ২৮ জুন ১৯১০
মৃত্যু | ১৮ জুলাই ২০০৪ ৯৪) লিবার্টি টাউনশিপ, ডেলাওয়ার কাউন্টি, ওহিও, U.S.[1] | (বয়স
বাসস্থান | মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | American |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | ওহিও স্টেট ইউনিভার্সিটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মিশিগান বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | মিশিগান বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য পুরস্কার | আইইইই এডিসন মেডেল (১৯৮৫) |
জীবনী
ক্রাউস ১৯১০ সালের ২৮ জুন মিশিগানে জন্মগ্রহণ করেন। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩০ সালে ব্যাচেলর অব সায়েন্স, ১৯৩১ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৩৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [1][2]
পুরস্কার ও সম্মাননা
- আইইইই এডিসন মেডেল, ১৯৮৫
- আইইইই হাইনরিখ হার্জ মেডেল ১৯৯০
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.