জজ আদালত
জজ আদালত বা জজ কোর্ট বলতে বাংলাদেশের প্রতিটি জেলায় সংবিধানের ১১৪ নং অনুচ্ছেদের অধীনে স্থাপিত অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালতসমূহকে বুঝায়। জেলা জজ হলেন অধস্তন জজ আদালেতর প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তা।
গঠন
দেওয়ানি আদালত
জেলায় পাঁচ শ্রেণির অধস্তন দেওয়ানি আদালত আছে, যথাঃ
- জেলা জজ আদালত
- অতিরিক্ত জেলা জজ আদালত
- যুগ্ম জেলা জজ আদালত
- উর্ধতন সহকারি জজ আদালত
- সহকারি জজ আদালত
ফৌজদারী আদালত
জেলায় তিন শ্রেণির অধস্তন ফৌজদারী আদালত আছে, যথাঃ
- জেলা দায়রা জজ আদালত
- জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত
- জেলা সহকারী দায়রা জজ আদালত
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.