চৌতাল
চৌতাল একটি ১২ মাত্রার তাল। এতে ৬টি বিভাগ এবং প্রতিটি বিভাগে ২টি করে মাত্রা আছে। চৌতালে ১, ৫,৯ ও ১১ মাত্রায় তালি এবং ৩ ও ৭ মাত্রায় খালি থাকে।
ঠেকা
তবলায় চৌতালের মধ্যমলয়ের একটি ঠেকা হল,-
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১ | ||||||
ধা | ধা | | | দেন্ | তা | | | কৎ | তাগে | | | দেন | তা | | | তেটে | কতা | | | গদি | ঘেনে | | | ধা |
x | o | ২ | o | ৩ | ৪ | x |
রেলা
চৌতালের উপর রচিত কয়েকটি রেলা হল, -
ধুমকেটে | তাকাতাকা | | | ধুমকেটে | তাকাতাকা | | | ধুমকেটে | ধুমকেটে | | | |
x | o | ২ | |||||||
তাকাতাকা | ধুমকেটে | | | তাকাধুম্ | কেটেধুম্ | | | কেটেতাকা | গদিঘেনে | | | ধা |
o | ৩ | ৪ | x |
ধাগদি | ঘেনেনাগ | | | নাগতেরে | কেটেতাগ | | | তেটেতেটে | কেটেতাগ | | | |
x | o | ২ | |||||||
তাগতেটে | কেটেতাগ | | | ধেরেকেটে | ধেরেকেটে | | | কৎতেরে | কেটেতাগ | | | ধা |
o | ৩ | ৪ | x |
তথ্যসূত্র
- তবলার ইতিবৃত্ত, শম্ভুনাথ ঘোষ, দশম সংস্করণ, ১৯৯১ ই., প্রকাশক: কে. নাথ/এস. নাথ, ৭৩, মহত্মা গান্ধী রোড, কোল-৯
বহিঃসংযোগ
তবলার ইতিবৃত্ত, শম্ভুনাথ ঘোষ, পঞ্চম সংস্করণ
তালসমূহের তালিকা - সম্পাদনা |
---|
অর্জুন তাল • অর্ধ ঝাঁপতাল • আড় খেমটা তাল • আড়া চৌতাল • আড়া ঠেকা তাল • আদি তাল • আদ্ধা তাল • উপরাল তাল • একতাল • কুণ্ডল তাল • কন্দর্প তাল • কুম্ভ তাল • করালমঞ্চ তাল • কুলতাল • কাওয়ালী তাল • কাশ্মীরী খেমটা তাল • কাহারবা তাল • কৈদ ফোরদস্ত তাল • খয়েরা তাল • খামশা তাল • খেমটা তাল • গজঝম্প তাল • গণেশ তাল • চক্র তাল • চিত্রা তাল • চৌতাল • ছপকা তাল • ছোট লোফা • জগপাল তাল • জয়মঙ্গল তাল • ঝম্পা তাল • ঝুমরা তাল • ঝুলুম তাল • ঝাতি তাল • ঝাঁপতাল • টপ্পা তাল • ঠুংরী তাল • ত্রিতাল • ত্রিপুট তাল • তিলওয়াড়া তাল • তেওরা তাল •
রাবীন্দ্রিক তাল: উল্টোষষ্ঠী তাল • একাদশী তাল • ঝম্পক তাল • নবতাল • নবপঞ্চ তাল • রূপকড়া তাল • ষষ্ঠী তাল |