চৌতাল

চৌতাল একটি ১২ মাত্রার তাল। এতে ৬টি বিভাগ এবং প্রতিটি বিভাগে ২টি করে মাত্রা আছে। চৌতালে ১, ৫,৯ ও ১১ মাত্রায় তালি এবং ৩ ও ৭ মাত্রায় খালি থাকে।

ঠেকা

তবলায় চৌতালের মধ্যমলয়ের একটি ঠেকা হল,-

১০১১১২
ধাধা|দেন্তা|কৎতাগে|দেনতা|তেটেকতা|গদিঘেনে|ধা
xoox

রেলা

চৌতালের উপর রচিত কয়েকটি রেলা হল, -

ধুমকেটেতাকাতাকা|ধুমকেটেতাকাতাকা|ধুমকেটেধুমকেটে|
xo
তাকাতাকাধুমকেটে|তাকাধুম্কেটেধুম্|কেটেতাকাগদিঘেনে|ধা
ox
ধাগদিঘেনেনাগ|নাগতেরেকেটেতাগ|তেটেতেটেকেটেতাগ|
xo
তাগতেটেকেটেতাগ|ধেরেকেটেধেরেকেটে|কৎতেরেকেটেতাগ|ধা
ox

তথ্যসূত্র

    • তবলার ইতিবৃত্ত, শম্ভুনাথ ঘোষ, দশম সংস্করণ, ১৯৯১ ই., প্রকাশক: কে. নাথ/এস. নাথ, ৭৩, মহত্মা গান্ধী রোড, কোল-৯

    বহিঃসংযোগ

    তবলার ইতিবৃত্ত, শম্ভুনাথ ঘোষ, পঞ্চম সংস্করণ

    তালসমূহের তালিকা - সম্পাদনা

    অর্জুন তাল  অর্ধ ঝাঁপতাল  আড় খেমটা তাল  আড়া চৌতাল  আড়া ঠেকা তাল  আদি তাল  আদ্ধা তাল  উপরাল তাল  একতাল  কুণ্ডল তাল  কন্দর্প তাল  কুম্ভ তাল  করালমঞ্চ তাল  কুলতাল  কাওয়ালী তাল  কাশ্মীরী খেমটা তাল  • কাহারবা তাল  কৈদ ফোরদস্ত তাল  খয়েরা তাল  খামশা তাল  খেমটা তাল  গজঝম্প তাল  গণেশ তাল  চক্র তাল  চিত্রা তাল  চৌতাল  ছপকা তাল  ছোট লোফা  জগপাল তাল  জয়মঙ্গল তাল  ঝম্পা তাল  ঝুমরা তাল  ঝুলুম তাল  ঝাতি তাল  ঝাঁপতাল  টপ্পা তাল  ঠুংরী তাল  • ত্রিতাল  ত্রিপুট তাল  তিলওয়াড়া তাল  তেওরা তাল  


    দীপচন্দী তাল  দোবাহার তাল  ধুমালী তাল  ধামার তাল  নন্দন তাল  নিঃসারক তাল  পঞ্চম সওয়ারী তাল  পটতাল  পাঞ্জাবী ঠেকা তাল  পোস্ত তাল  ফোরদস্ত তাল  ব্রহ্মতাল  ব্রহ্মযোগ তাল  বসন্ত তাল  বিক্রম তাল  বিষ্ণুতাল  বীরপঞ্চ তাল  ভরতঙ্গা তাল  মত্ততাল  মণি তাল  মহেশ তাল  মোহন তাল  যৎ তাল  যতিশেখর তাল  রুদ্র তাল  রূপক তাল  রাশ তাল  লক্ষ্মী তাল  লঘুশেখর তাল  লীলা বিলাস তাল  শক্তিতাল  শঙ্কর তাল  শঙ্খ তাল  শিখর তাল  সওয়ারী তাল  সুরফাঁকতাল  সরস্বতী তাল  সাত্তি তাল  সেতারখানি তাল  হপ্তা তাল


    রাবীন্দ্রিক তাল: উল্টোষষ্ঠী তাল  একাদশী তাল  ঝম্পক তাল  নবতাল  নবপঞ্চ তাল  রূপকড়া তাল  ষষ্ঠী তাল

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.