চিলি বিশ্ববিদ্যালয়
চিলি বিশ্ববিদ্যালয় (স্পেনীয়: Universidad de Chile) লাতিন আমেরিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির একটি। অনেক সময় এটিকে এর প্রতিষ্ঠাতা আন্দ্রেস বেলিওর সম্মানে কাসা দে বেলিও (Casa de Bello অর্থাৎ "বেলিওর বাড়ি") নামে ডাকা হয়। ১৮৪৩ সালের ১৭ই সেপ্টেম্বর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
![]() | |
ধরন | সরকারী |
---|---|
স্থাপিত | ১৭ই সেপ্টেম্বর, ১৮৪৩ |
সভাপতি | বিক্তোর পেরেস বেরা |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ১৬ |
স্নাতক | ২৩,৪০০ |
স্নাতকোত্তর | ৪,১০৮ |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | নগরভিত্তিক |
ক্যাম্পাস সংখ্যা | ১৩ |
মাসকট | পেঁচা |
ওয়েবসাইট | www.uchile.cl |

সান্তিয়াগোতে চিলি বিশ্ববিদ্যালয়ের মূল ভবন, কাসা সেন্ত্রাল (Casa Central)
চিলির প্রায় সব বিংশ শতাব্দীর রাষ্ট্রপতি (এদুয়ার্দো ফ্রেই মোন্তাল্বা এবং সামরিক জেনারেলগণ বাদে) এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.