চিংকাংশান বিশ্ববিদ্যালয়

চিংকাংশান বিশ্ববিদ্যালয় (চৈনিক: 井冈山大学, ফিনিন্‌: jǐnggāngshān dàxué চিংকাংষান্‌ তাশ্যুয়ে) চীনের চিয়াংশি প্রদেশের চিয়ান শহরে অবস্থিত। চিয়ান শহর চিংকাংশান পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংখ্যা ৩০,০০০।

চিংকাংশান বিশ্ববিদ্যালয়
Jinggangshan University
井冈山大学
নীতিবাক্য精神的教育
বাংলায় নীতিবাক্য
spirit of education
ধরনসরকারি
স্থাপিত১৯৫৮
সভাপতিZhang Taicheng 张泰城 (Zhāng Tàichéng)
শিক্ষায়তনিক কর্মকর্তা
৯৭৪
শিক্ষার্থী২৭,০০০
অবস্থান
Ji'an
, ,
শিক্ষাঙ্গননগর কেন্দ্রিক, ৪২১ একর
ওয়েবসাইটwww.jgsu.edu.cn (চীনা)
english.jgsu.edu.cn (ইংরেজি)
Jinggangshan University school gate

ইতিহাস

চিংকাংশান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ১৯৫৮ সালে এবং ১৯৬৩ সালে সেই সময় চীন দেশের খারাপ অর্থনৈতিক অবস্থার কারণে বন্ধ হয়েছিল। ১৯৭৮ সালের আগস্ট মাসে, চিয়াংশি নরমাল ইউনিভার্সিটির চিংকাংশান শাখা এবং চিয়াংশি মেডিকেল ইউনিভার্সিটির চিংকাংশান শাখা একত্রে স্থাপিত করা হয়। চিংকাংশান বিশ্ববিদ্যালয় শুরু করার জন্য। ১৯৮২ সালের এপ্রিল মাসে এবং ১৯৯৩ সালের মার্চ মাসে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে যথাক্রমে রাখা হয় "চিংকাংশান শিক্ষক কলেজ" এবং "চিংকাংশান চিকিৎসা কলেজ"। ২০০০ সালের মার্চ মাসে চায়না শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টিকে অনুমোদন দেয় এবং চিংকাংশান শিক্ষক কলেজকে চিয়ান এডুকেশনাল ইনস্টিটিউট এর সাথে একত্রিত করে তারপর এর নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়টির নাম রাখা হয় চিংকাংশান বিশ্ববিদ্যালয়।

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.