চাংশা মেট্রো

চাংশা মেট্রো (অফিসিয়ালি 长沙轨道交通; chángshā guǐdào jiāotōng; এছাড়াও ডাকা হয় 长沙地铁; chángshā dìtiě) হচ্ছে চীনের হুনান প্রদেশের চাংশায় একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। প্রথম পরিচালনাধীন লাইন, লাইন ২, ২০১৪ সালের ২৯ এপ্রিল চালু করা হয়, যা চাংশাকে ১৮তম নগরী হিসেবে দ্রুত যাতায়াত ব্যবস্থা শুরু করে।[3] অপর দ্বিতীয় লাইনটি, লাইন ১, ২০১৬ সালে যাত্রা শুরু করে। ২০১৮-এর অক্টোবর মোতাবেক, চারটি অতিরিক্ত লাইন এবং লাইন ১-এ একটি বর্ধিত অংশ নির্মাণাধীন রয়েছে।

চাংশা মেট্রো
তথ্য
অবস্থান চীন চাংশা, হুনান
ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
লাইনের সংখ্যা
বিরতিস্থলের সংখ্যা৪৩
দৈনিক যাত্রীসংখ্যা৬,৩৯,০০০ (২০১৭) [1]


১০,৫৬,৮০০ (২০১৮)[2]
ওয়েবসাইটhttp://www.hncsmtr.com/
কাজ
কাজ শুরুএপ্রিল ২৯, ২০১৪
পরিচালকচাংশা মেট্রো কর্পোরেশন লিঃ
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য৫০.২ কিলোমিটার (৩১.২ মা)
ব্যবস্থার মানচিত্র

পরিচালনাধীন লাইন

লাইন টার্মিনাল
(ডিসট্রিক্ট)
চালু নতুন
বর্ধিত
দৈর্ঘ্য
কিঃমিঃ
স্টেশন
 1  কাইফু ডিসট্রিক্ট গভর্নমেন্ট
(কাইফু)
শাংশুয়াংথাং
(য়ুহুয়া)
২০১৬ ২০১৬ ২৩.৫৫ ২০
 2  ওয়েস্ট মিশি লেক
(য়ুয়েলু)
কুয়াংতা
(চাংশা কোং)
২০১৪ ২০১৫ ২৬.৫৭৯ ২৩
মোট ৫০.২ ৪৩

তথ্যসূত্র

  1. "2017年统计报告"। 中国城市轨道交通协会। ২০১৮-০৪-১৯। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৮
  2. "新纪录105.68万!七夕夜长沙地铁全力为爱护航"। 网易। ২০১৮-০৮-১৯। ২০১৮-০৮-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৬
  3. "Changsha metro opens"railwaygazette.com। এপ্রিল ২৯, ২০১৪। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৪

চাংশা রেলওয়ে স্টেশন মেট্রো প্রবেশপথ
যুজিঝৌ ছিংলিয়ান স্টেশন প্রবেশপথ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.