চাঁদপুর (পশ্চিমবঙ্গ)
চাঁদপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার একটি শহর।এই শহরটি ঘোলা থান এর অধিনে।এটি একটি সেন্সাস শহর।এই শহরের জনসংখ্যা হলল ১০,৯৩০।
চাঁদপুর চাঁদপুর | |
---|---|
![]() ![]() | |
স্থানাঙ্ক: ২২.৭৯° উত্তর ৮৮.৪৮° পূর্ব | |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,৯৩০ |
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২.৫২° উত্তর ৮৮.১২° পূর্ব।[1] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৬ মিটার (১৯ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের জনগননায় চাঁদপুর এর জনসংখ্যা হয়েছে ১০,৯৩০।ওর মধ্যে ৫৫৯৩ জন পুরুষ যা মোট জনসংখ্যার ৫১ শতাংশ ও ৫৩৩৭ জন নারী যাা মোট জনসংখ্যার ৪৯ শতাংশ।এই শহরে ৬ বছরের কম বয়স্ক এর জনসংখ্যা হল ১১০০ জন।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে চাঁদপুর শহরের জনসংখ্যা হল ৮৮৪৩ জন।[2] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৬৮%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪% এবং নারীদের মধ্যে এই হার ৬১%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে চাঁদপুর এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র
- "Chandpur"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬।
- "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬।