কুকরি-মুকরি

কুকরি-মুকরি হচ্ছে বাংলাদেশের, ভোলা জেলায় অবস্থিত একটি দ্বীপ (চর)।[1] এটি ভোলা জেলার সর্ব দক্ষিণে অবস্থিত।

কুকরি-মুকরি দ্বীপ
স্থানীয় নাম:
চর কুকরি-মুকরি
ভূগোল
অবস্থানবঙ্গোপসাগর
স্থানাঙ্ক২১.৯৩৫১° উত্তর ৯০.৬৪০৬° পূর্ব / 21.9351; 90.6406
প্রশাসন
বাংলাদেশ

অবস্থান

স্থানীয়রা এই দ্বীপ বা চরকে ‘দ্বীপকন্যা’ নামে ডাকে। ভোলা জেলা সদর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরটির নাম চর কুকরি-মুকরি। কুকরি-মুকরি ইউনিয়নটি বাবুগঞ্জ, নবীনগর, রসুলপুর, আমিনপুর, শাহবাজপুর, মুসলিমপাড়া, চর পাতিলা ও শরীফপাড়া নিয়ে গঠিত। ওলন্দাজ-পর্তুগিজদের অভয়ারণ্য বলে পরিচিত চর কুকরি-মুকরিতে প্রায়ই দেশি-বিদেশি পর্যটক আর ভ্রমণপিপাসুদের সমাগম হয়।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "দ্বীপের নাম কুকরি মুকরি"বণিক বার্তা। জুলাই ২৪, ২০১৫।


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.