চগ্রেস জাতীয় উদ্যান

চগ্রেস জাতীয় উদ্যান (স্পেনীয়: Chagres National Park) পানামা প্রদেশকোলনের মাঝামাঝি এলাকায় অবস্থিত পানামার জাতীয় উদ্যানপানামা খালের উত্তরাংশে অবস্থিত এ উদ্যানটির সর্বমোট আয়তন ১,২৯,০০০ হেক্টর বা ৩,২০,০০০ একর।

চগ্রেস জাতীয় উদ্যান
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান)
পানামায় চগ্রেস জাতীয় উদ্যান (শীর্ষ-মধ্যবিন্দু)
অবস্থানপানামা প্রদেশ, পানামা
স্থানাঙ্ক৯.৪° উত্তর ৭৯.৫° পশ্চিম / 9.4; -79.5
আয়তন১,২৯,০০০ হেক্টর (৩,২০,০০০ একর)
স্থাপিত১৯৮৫
চগ্রেস জাতীয় উদ্যান ফাউন্ডেশন

উদ্দেশ্যাবলী

এ উদ্যানে ক্রান্তীয় অঞ্চলের উপযোগী বৃষ্টিবহুল বন বিদ্যমান ও একগুচ্ছ নদী এর চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পানামা খালের প্রধান হ্রদ গাতুন হ্রদের মাধ্যমে প্রবাহিত হবার ফলে চগ্রেস নদীগাতুন নদী দিয়ে স্বাভাবিক জলপ্রবাহ বিরাজমান থাকে। ১৯৮৫ সালে উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়।[1] এর প্রধান উদ্দেশ্য ছিল প্রাকৃতিক বনাঞ্চলকে সংরক্ষণ করা যাতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত ও পানামা খালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় যাতে বিঘ্নের পরিবেশ সৃষ্টি না হয়। পানামা খালের কার্যক্রম পরিচালনায় সর্বদাই উচ্চস্তরের জলপ্রবাহ নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.