চকরিয়া সরকারি কলেজ

চকরিয়া সরকারি কলেজ (চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ) বাংলাদেশের কক্সবাজার জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান।[1]

চকরিয়া সরকারি কলেজ
অবস্থান
০৫ নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউনিয়ন,চকরিয়া
 Bangladesh
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৬৮ ইংরেজি
অবস্থাসক্রিয়
বিদ্যালয় জেলাকক্সবাজার জেলা
অধ্যক্ষএ.কে.এম গিয়াসুদ্দিন
শ্রেণীএকাদশ দ্বাদশ,স্নাতক
ভাষার মাধ্যমবাংলা
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
অন্তর্ভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষা বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড
যোগাযোগ নং?
মোবাইল০১৭১৩৬০১৩৩৫
ওয়েবসাইট

অবস্থান

চকরিয়া সরকারি কলেজ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে অবস্থিত।

ইতিহাস

চকরিয়া সরকারি কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র কলেজ নির্মাণে প্রথমে আনোয়ার হোসেন চৌধুরী ও আলহাজ্ব রফিক আহমদ চৌধুরী জমি দান করেন এবং স্থাপনের পরিকল্পনা নেন।[2]

ব্যবস্থাপনা

অবকাঠামো

অত্র কলেজে ৩টি প্রশাসনিক ও একাডেমিক ভবন রয়েছে।

শিক্ষা কার্যক্রম

ফলাফল

কলেজের বর্তমান পাশের হার ৭৩%।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.