গ্যোটে ইনস্টিটিউট

গ্যোটে ইনস্টিটিউট (জার্মানঃ ˈɡøːtə ɪnstiˈtuːt; ইংরেজিঃ Goethe Institute) জার্মানির একটি অ-লাভজনক সাংস্কৃতিক সংগঠন। মূলতঃ জার্মান ভাষার বৈশ্বিক প্রসারপূর্বক জার্মানির সাথে বহিঃবিশ্বের সম্পর্কের উন্নয়ন ও উদ্বুদ্ধকরণের মাধ্যম হিসেবে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়ভাবে গড়ে তোলার বাহক হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছে।

গ্যোটে ইনস্টিটিউট
গ্যোটে ইনস্টিটিউট সদরদপ্তর, মিউনিখ
প্রতিষ্ঠাকাল১৯৫১
প্রতিষ্ঠাতাজার্মান সরকার
ধরণসাংস্কৃতিক সংগঠন
অবস্থান
এলাকাগত সেবা
বিশ্বব্যাপী
পণ্যজার্মান সংস্কৃতি ও ভাষা শিক্ষা
মূল ব্যক্তিত্ব
Prof. Dr. h.c. Klaus-Dieter Lehmann (President), Johannes Ebert (Secretary General), Dr. Bruno Gross (Business Director)
ওয়েবসাইটগ্যোটে ইনস্টিটিউট ওয়েবসাইট

জার্মান সংস্কৃতি, সমাজ ব্যবস্থা এবং রাজনীতি সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহ ও বিতরণে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও, চলচ্চিত্র, সঙ্গীত, থিয়েটার এবং সাহিত্য বিষয়েও গ্যোটে ইনস্টিটিউট তার দায়িত্ব পালন করে চলছে। ষাট বছরেরও অধিককাল ধরে গ্যোটে সাংস্কৃতিক সংঘ, পাঠ কক্ষ, পরীক্ষা এবং ভাষা শিক্ষণ কেন্দ্রগুলো জার্মান সংস্কৃতি ও শিক্ষানীতি সম্পর্কেও তথ্য প্রদান করছে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.