গ্যারি গর্ডন
মাস্টার সার্জেন্ট গ্যারি আইভান গর্ডন (ইংরেজি: Gary Ivan Gordon) (৩০ আগস্ট, ১৯৬০ – ৩ অক্টোবর, ১৯৯৩) মরণোত্তর মেডাল অফ অনার প্রাপ্ত একজন মার্কিন সেনা সদস্য। মৃত্যুর সময় তিনি ছিলেন মার্কিন সেনাবাহিনীর বিশেষ অভিযান দল ১ম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট-ডেল্টার (1SFOD-D) একজন নন-কমিশন্ড কর্মকর্তা। ১৯৯৩ সালের অক্টোবরে মোগাদিশুর যুদ্ধে বীরোচিত অবদানের জন্য তিনি র্যান্ডি শুঘার্টের সাথে যৌথভাবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক সম্মাননা মেডাল অফ অনার লাভ করেন।
গ্যারি আইভান গর্ডন | |
---|---|
![]() ![]() সার্জেন্ট ফার্স্ট ক্লাস হিসেবে গর্ডন | |
আনুগত্য | ![]() |
সার্ভিস/শাখা | ![]() |
কার্যকাল | ১৯৭৮-১৯৯৩ |
পদমর্যাদা | ![]() |
ইউনিট | ![]() |
যুদ্ধ/সংগ্রাম | অপারেশন জাস্ট কজ মোগাদিশুর যুদ্ধ |
পুরস্কার | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
জীবনী
১৯৬০ সালের ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিংকনে গ্যারি গর্ডন জন্ম গ্রহণ করেন। ১৯৭৮ সালে ম্যাটনাকুক অ্যাকাডেমি থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। একই বছরে, ১৮ বছর বয়সে তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগদান করেন। তার দায়িত্বরত শাখা ছিলো ১০ম স্পেশাল ফোর্সেস গ্রুপের ২য় ব্যাটালিয়ন। পরবর্তীতে তিনি স্নাইপার হিসেবে ১ম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট-ডেল্টা (1SFOD-D) বা ডেল্টা ফোর্সে যোগ দেন।[1] ১৯৯৩ সালে সোমালিয়াতে তার ইউনিটের সাথে যোগদানের আগে তিনি স্ত্রী কারমেনকে বিয়ে করেন। এছাড়া তাদের দুইটি সন্তান ছিলো।[2]
তথ্যসূত্র
- "U.S. Army John F. Kennedy Special Warfare Museum"। অক্টোবর ১৬, ২০০৮। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১২, ২০১০।
- "REMARKS BY THE PRESIDENT AT PRESENTATION OF MEDAL OF HONOR POSTHUMOUSLY TO MASTER SERGEANT GARY GORDON AND SERGEANT FIRST CLASS RANDALL SHUGHART"। White House Press Secretary। মে ২৩, ১৯৯৪। ২০০১-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১২, ২০১০।
আরও পড়ুন
- Eversmann, Matt (২০০৪)। The Battle of Mogadishu: First Hand Accounts from the Men of Task Force Ranger। Presidio Press। আইএসবিএন 0-345-45965-2।