গ্নোম শেল

গ্নোম শেল (ইংরেজি: Gnome Shell) গ্নোম ডেস্কটপ পরিবেশের ৩য় সংস্করণের থেকে এটির গ্রাফিক্যাল শেল।বেসিক কার্যাবলী যেমন—এপ্লিকেশন লঞ্চ করা, উইন্ডো স্থানান্তর রয়েছে এতে, এবং একই সাথে এটি একটি উইজেট ইঞ্জিন। গ্নোম শেল গ্নোম ২-এর কিছু আনুষঙ্গিক উপাদান ও গ্নোম প্যানেলকে প্রতিস্থাপিত করেছে।

গ্নোম শেল
গ্নোম শেল ৩?২৪
উন্নয়নকারীদ্য গ্নোম প্রজেক্ট
প্রাথমিক সংস্করণ এপ্রিল ২০১১ (2011-04-06)
উন্নয়ন অবস্থাসক্রিয়
লেখা হয়েছেজাভাস্ক্রিপ্টসি[1]
অপারেটিং সিস্টেমইউনিক্স-সদৃশ
উপলব্ধ৭৫ টি ভাষা[2]
ধরণ
লাইসেন্সগ্নু জেনারেল পাবলিক লাইসেন্স
ওয়েবসাইটwiki.gnome.org/Projects,/GnomeShell

মাটারের একটি প্লাগ-ইন হিসেবে গ্নোম শেল সিজাভাস্ক্রিপ্টে লেখা হয়েছে।

তথ্যসূত্র

  1. "গ্নোম/গ্নোম-শেল"JavaScript: 52.9%; C: 43.3%.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.