গোল-ই-আফরোজ কলেজ

গোল-ই-আফরোজ সরকারি কলেজ বাংলাদেশের নাটোর জেলার সিংড়া উপজেলায় অবস্থিত একটি আবাসিক সহশিক্ষা সম্বলিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৬ সালে সরকারিকৃত করা হয়।[1]

গোল আফ্রোজ সরকারি ডিগ্রী কলেজ
অবস্থান
সিংড়া
রাজশাহী
বাংলাদেশ
স্থানাঙ্ক২৪°৩০′ উত্তর ৮৮°৫৯′ পূর্ব
তথ্য
ধরন১৯৮৬ থেকে সরকারি
প্রতিষ্ঠাকাল১৯৭০
সরকারিকরণ
১৯৮৬
প্রতিষ্ঠাতাসিংড়ানাটোর পরিবার
বিদ্যালয় বোর্ডরাজশাহী শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলানাটোর
শ্রেণীস্নাতক (সম্মান)

ইতিহাস

বেগম গোল-ই-আফরোজ, যার নামে কলেজটি প্রতিষ্ঠিত

রাজশাহীর সিংড়া-নাটোর পরিবারের একজন সদস্য এবং গুলবদন বেগম ও সামেজ উদ্দীন আহমদের কন্যা বেগম গোল-ই-আফরোজ-এর নামে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। তিনি নাটোরের শেষ জমিদার জালালউদ্দীন মির্জার নাতনী এবং এম এম রহমতউল্লাহ্‌র স্ত্রী।[2]

এটি ঐতিহ্যবাহী সিঙ্গনাটোর পরিবারের একটি বেসরকারি কলেজ হলেও, ১৯৮৬ সালে, তখনকার রাষ্ট্রপতি ও সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদ এটিকে সরকারীকরণ করেন। তখন থেকেই এটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে।

চিত্রশালা

অধিক পঠন

  • প্রতিষ্ঠা পরিচিতি: গোল-ই-আফরোজ ডিগ্রী কলেজ, ১৯৯৬।

তথ্যসূত্র

  1. "Bangladesh Daily Needs"। ২১ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৩
  2. প্রতিষ্ঠা পরিচিতি: গোল-ই-আফরোজ ডিগ্রী কলেজ, ১৯৯৬। পৃষ্ঠা ৩০।

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.