গার-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শো
গার-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শো (ওয়াইলি: gar dbang chos kyi rgyal mtsho) (১৮১১-১৮৬২) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের চতুর্থ ঝে-ছেন-রাব-'ব্যাম্স (ওয়াইলি: zhe chen rab 'byams) উপাধিধারী বৌদ্ধ অবতারী লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
গার-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শো ১৮১১ খ্রিষ্টাব্দে তিব্বতে জন্মগ্রহণ করেন। তাকে দ্পাল-'ব্যোর-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dpal 'byor rgya mtsho) নামক তৃতীয় ঝে-ছেন-রাব-'ব্যাম্স (ওয়াইলি: zhe chen rab 'byams) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। মি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে (ওয়াইলি: mi 'gyur nam mkha'i rdo rje) নামক চতুর্থ র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামা তার শিক্ষক ছিলেন।[1]
তথ্যসূত্র
- Chhosphel, Samten (জুলাই ২০১২)। "The Fourth Zhechen Rabjam, Garwang Chokyi Gyeltsen"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-০৪।
পূর্বসূরী দ্পাল-'ব্যোর-র্গ্যা-ম্ত্শো |
গার-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শো চতুর্থ ঝে-ছেন-রাব-'ব্যাম্স |
উত্তরসূরী পে-মা-থেগ-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.