গবলিন
গবলিন ইউরোপীয় লোককথায় বর্ণিত এক ধরনের দানবসদৃশ প্রাণী। মধ্যযুগের গল্পগুলোতে প্রথম গবলিনদের উল্লেখ পাওয়া যায়। গল্প এবং দেশভিত্তিতে গবলিনদের বিভিন্ন সাংঘর্ষিক ক্ষমতা ও আকৃতির অধিকারী বলে বর্ণনা করা হয়। গবলিনরা সাধারণত আকৃতিতে ছোট ও বিকৃত দেহের অধিকারী, দুষ্টপ্রকৃতির অথবা হিংস্র ও লোভী (বিশেষত স্বর্ণ ও গহনার জন্য)। গবলিনদের সাধারণত পরী বা দানবদের মতো জাদুকরী ক্ষমতা থাকে।
![]() | |
দল | বামন |
---|---|
দেশ | উত্তর-পশ্চিম ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র |
আবাস | গুহা, অরণ্য |
ইউরোপীয় লোককথা ও সংগৃহীত লোককাহিনীসমূহ

জর্জ ম্যাকডোনাল্ডের দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য গবলিন, ১৯২০
- বেউলফে গবলিন ও দানবদের কেইনের বংশধর বলে বর্ণনা করা হয়।
- ইংরেজি, ফরাসি ও স্কটিশ লোককথায় গবলিনরা সাধারণত মানব দলসমূহের পরীসদৃশ সংস্করণ।
- রেড ক্যাপরা ইঙ্গ-স্কটিশ সীমান্ত অঞ্চলের লোককথায় বর্ণিত এক ধরনের খুনে গবলিন।
- হবগবলিনরা ইংরেজি, স্কটিশ ও তীর্থযাত্রা সংক্রান্ত লোককথা ও সাহিত্যে বর্ণিত বন্ধুভাবাপন্ন দুষ্টপ্রকৃতির গবলিন।
- গেস্টা রোমানোরামে উল্লেখিত দ্য বেনেভোলেন্ট গবলিন, (ইংল্যান্ড)[1]
- এর্লকিং জার্মান লোককথায় বর্ণিত এক ধরনের ক্ষতিকর গবলিন।
- দ্য গ্রে ফেয়ারি বুকে উল্লেখিত "দ্য গবলিন পোনি", (ফরাসি রূপকথা)
- "এ বুক অফ ঘোস্টস অ্যান্ড গবলিনসে উল্লেখিত দ্য গবলিনস অ্যাট দ্য বাথ হাউস (এস্তোনিয়া)
- দ্য গবলিনস টার্নড টু স্টোন (ডাচ রূপকথা)[2]
- কিং গব (মলদোভান জিপসি লোককথা)
- নরওয়ের লোককথায় মিল গবলিনদের উল্লেখ পাওয়া যায়।
- ড্যানিশ রূপকথায় গবলিনদের উল্লেখ পাওয়া যায়: দ্য এলফ মাউন্ড, দ্য গবলিন অ্যান্ড দ্য গ্রোসার, এবং দ্য গবলিন অ্যান্ড দ্য ওম্যান।
সংস্কৃতিতে গবলিন

- দ্য গবলিন ১৬৩৮ সালে স্যার জন সাকলিং রচিত একটি কমেডি নাটক (শিরোনামটি দিয়ে সত্যিকার গবলিনদের নয়, বরং চোরদেরকে বুঝানো হয়েছে)।
- দ্য গবলিনস হু স্টোল এ সেক্সটোন চার্লস ডিকেন্স রচিত একটি ছোটগল্প।
- গবলিন মার্কেট ১৮৫৯ সালে ক্রিস্টিনা রোজেট্টি রচিত একটি কবিতা।
- ১৮৭২ সালে জর্জ ম্যাকডোনাল্ডের দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য গবলিন বইটিতে গবলিনদের মানবসদৃশ বিকৃত দেহের অধিকারী বলে বর্ণনা করা হয়েছে। বইটির গবলিনদের দুর্বলতা হলো সূর্যালোক, সঙ্গীত ও পায়ের ওপর প্রযুক্ত চাপ।
- চার্লস ক্যারি রচিত ডেভি অ্যান্ড দ্য গবলিন[3]
- জে. আর. আর. টলকিয়েন সাধারণত তার দ্য হব্বিট এবং দ্য লর্ড অফ দ্য রিংস বইতে গবলিন এবং অর্কদের একজাতীয় বলে বর্ণনা করেছেন। এগুলোতে গবলিনদের প্রায় মানবসদৃশ বলে বর্ণনা করা হয়েছে[4]।
আরো দেখুন
- হবগবলিন
- রেড ক্যাপ
তথ্যসূত্র
- Apples4theTeacher - short stories
- Dutch Fairy Tales for Young Folks, 1918, compiled by William Elliot Griffis
- SF Site
- Thompson, William (২০০৫)। "Goblins"। Gary Westfahl। The Greenwood Encyclopedia of Science Fiction and Fantasy: Themes, Works, and Wonders। 1। Westport, Conn.: Greenwood Press। পৃষ্ঠা 348। আইএসবিএন 0-313-32951-6।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.