গণস্বাস্থ্য কেন্দ্র
গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশের একটি বেসরকারি সাহায্য সংস্থা, যেটির স্বাস্থ্য কর্মসূচির ভিত্তি স্বাস্থ্য সেবার উপর নির্ভরশীল।[1]
প্রতিষ্ঠাকাল | এপ্রিল ১৯৭২ |
---|---|
প্রতিষ্ঠাতা | ডা. মোঃ জাফরুল্লাহ চৌধুরী |
ধরণ | অলাভজনক |
অবস্থান | |
এলাকাগত সেবা | বাংলাদেশ |
পুরস্কার ও স্বীকৃতি
“গণস্বাস্থ্য কেন্দ্র”-এর মাধ্যমে জন-উন্নয়নে অসামান্য অবদান রাখায় এর প্রতিষ্ঠাতা ডা. মোঃ জাফরুল্লাহ চৌধুরীকে ১৯৭৭ সালে বাংলাদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”[2][3][4] হিসাবে “স্বাধীনতা পুরস্কার” প্রচলণকালীনই “জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[5] এছাড়াও এই প্রতিষ্ঠানটির কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ যা. জাফরুল্লাহ চৌধুরী ফিলিপাইন থেকে রেমন ম্যাগসাইসাই (১৯৮৫) এবং সুইডেন থেকে বিকল্প নোবেল হিসাবে পরিচিত রাইট লাভলিহুড (১৯৯২), মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ‘ইন্টারন্যাশনাল হেলথ হিরো’ (২০০২) এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন।[6]
তথ্যসূত্র
- মোরশেদ চৌধুরী, তরুণ চক্রবর্তী ফিঝু এবং সন্ধ্যা রায় (জানুয়ারি ২০০৩)। "গণস্বাস্থ্য কেন্দ্র"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৭।
গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মসূচির ভিত্তি চিকিৎসা সেবার চেয়ে স্বাস্থ্য সেবার উপর নির্ভরশীল।
ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) - সানজিদা খান (জানুয়ারি ২০০৩)। "জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ০৯ অক্টোবর ২০১৭।
স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য); ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) - "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"। কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
- "এবার স্বাধীনতা পদক পেলেন ১৬ ব্যক্তি ও সংস্থা"। এনটিভি অনলাইন। ২৪ মার্চ ২০১৬। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
- "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ০৯ অক্টোবর ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "আমি শেখ হাসিনারও শুভানুধ্যায়ী : জাফরুল্লাহ চৌধুরী"। দৈনিক প্রথম আলো। ১৭ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
বহিঃসংযোগ
- “গণস্বাস্থ্য কেন্দ্র” - বাংলাপিডিয়ায় প্রাপ্ত নিবন্ধ।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.