গজিরা
গজিরা একটি হেভি মেটাল ব্যান্ড যা ফ্রান্সের বেয়ন্নেতে ১৯৯৬ সালে গথিত হয়। ২০০১ সালের আগ পর্যন্ত ব্যান্ডটি গডজিলা নামে পরিচিত ছিল। জো ডুপ্লান্টিয়ার ভোকাল ও রিদম গীটারে, তার ভাই মারিও ডুপ্লান্টিয়ার ড্রামসে, লিড গিটারে ক্রিস্টিয়ান এ্যান্ডেউ ও জ়িন-মাইকেল লাবাডাই বেজ গিটারে এই লাইন আপ নিয়ে ব্যান্ডটি গঠিত হয়। গজিরা ব্যান্ডটি এ পর্যন্ত ৪টি স্টুডিও অ্যালবাম, একটি লাইভ অ্যালবাম, একটি একক গান ও একটি ডিভিডি প্রকাশ করে। গজিরা পরিবেশ সংক্রান্ত গানের কথার জন্য বিখ্যাত।[1]
গজিরা | |
---|---|
![]() গজিরা ব্যান্ড ২০০৬ সালের তুসকা ওপেন এয়ার মেটাল ফেস্টিভ্যালে | |
প্রাথমিক তথ্য | |
আরো যে নামে পরিচিত | গডজিলা |
উদ্ভব | বেয়োন্নে, ফ্রান্স |
ধরন | টেকনিক্যাল ডেথ মেটাল, থ্রাশ মেটাল, প্রোগ্রেসিভ মেটাল |
কার্যকাল | ১৯৯৬- বর্তমান |
লেবেল | প্রস্থেটিক রেকর্ডস লিসেনাবল রেকর্ডস |
ওয়েবসাইট | www.gojira-music.com |
সদস্যবৃন্দ | জো ডুপ্লান্টিয়ার মারিও ডুপ্লান্টিয়ার ক্রিস্টিয়ান এ্যান্ডেউ জ়িন-মাইকেল লাবাডাই |
ইতিহাস
ব্যান্ডটি গডজিলা নামে ভিক্টিম, পসেসড ও স্যাচুরেট নামের তিনটি ডেমো ছাড়ে যথাক্রমে ১৯৯৬, ১৯৯৭ ও ১৯৯৯ সালে।[2] ১৯৯৯ সালে সেপ্টেম্বরে ক্যানিবাল করপস, এডজ অব স্যানিটি, ইম্পাল্ড নাজারেন ও ইমমরটাল ব্যান্ডকে কনসার্টে সহযোগিতা করার সময় তাদের নাম নিয়ে আইনী জটিলতা সৃষ্টি হয়।[3] তাই তারা তাদের নাম পরিবর্তন করে রাখে গজিরা।[4] তাদের সর্বশেষ ডেমো উজডম কামস ও ডেব্যু অ্যালবাম টেরা ইঙ্কগ্নিটা বাজারে আসে গজিরা নামে ব্যান্ডটি গডজিলা নামে ভিক্টিম, পসেসড ও স্যাচুরেট নামের তিনটি ডেমো ছাড়ে ২০০০ ও ২০০১ সালে। ব্যান্ডটি তাদের ২য় স্টুডিও অ্যালবাম দ্যা লিঙ্ক বাজারে ছাড়ে ২০০৩ সালে।[5] প্রথম ২টি অ্যালবামের সাফল্যের পর তারা তাদের লাইভ পারফরম্যান্স নিয়ে বাজারে ছাড়ে একটি ডিভিডি যার নাম দ্যা লিঙ্ক আলাইভ।[3] ২০০৫ সালে গজিরা ফ্রান্স ভিত্তিক লিসেনেবল রেকর্ডসের সাথে চুক্তি সাক্ষর করে ফ্রান্সের বাইরে তাদের অ্যালবাম ফ্রম মার্স টু সাইরাস বাজারজাত করার জন্য।[2] ২০০৬ সালের শেষের দিকে গজিরা ব্যান্ড চিল্ড্রেন অব বডমের সাথে আমেরিকা সফর করে যেখানে শেষের দিকে যোগ দেয় আমন আমার্থ ও সাঙ্কটিটি ব্যান্ড ওপেনার হিসেবে।[6] তারা ট্রিভিয়াম ব্যান্ডকে সহযোগিতা করে ২০০৭ সালে তাদের ইংল্যান্ড সফরের জন্য, যাতে আরো ছিল সাঙ্কটিটি ও অ্যানিহিলেটর ব্যান্ড।[7] পরে তারা ল্যাম্ব অব গডকে সহযোগিতা করে তাদের আমেরিকা সফরে সাথে আরো ছিল ট্রিভিয়াম ও মেসিন হেড।[8] ২০০৭ সালের শেষের দিকে তারা রেডিও রিবেলিয়ন সফরে অংশ নেয় যাতে ছিল বেহেমথ ,জব ফর আ কাউবয় ও বিনীথ দ্যা ম্যাসাকার।[9] ২০০৭ সালের শেষের দিকে লিসেনেবল রেকর্ডস তাদের ১৯৯৭ সালের ডেমো পসেসডকে সীমিত আকারে আবার বাজারে ছাড়ে।[10]
গানের ধরন
২০০৮ সালের ১৩ই অক্টোবর দ্যা ওয়ে অব অল ফ্লেশ নামের সর্বশেষ অ্যালবাম বাজারে ছাড়ে গজিরা। ল্যাম্ব অব গড ব্যান্ডের র্যান্ডি ব্লাইথ তাদের একটি গান “অ্যাডোরেশন ফর নান”-এ কন্ঠ দেন। অ্যালবামটি ৪ মাস সময় নিয়েছে লিখতে ও বানাতে এবং ৩ মাস সময় নিয়েছে মিক্সিংয়ের জন্য। গজিরা ব্যান্ড নানা ধরনের গানের প্রকারকে মিশ্রিত করেছে তাদের গানে। নির্দিষ্ট কোন ধারায় তাদের ফেলা যায় না।[3] as they blend several styles.[11] তবে তাদের টেকনিক্যাল ডেথ মেটাল, থ্রাশ মেটাল ও প্রোগ্রেসিভ মেটাল ঘরানার ব্যান্ড হিসেবে দেখা হয়। গজিরা ব্যান্ড প্রভাবিত হয়েছে কিছু ব্যান্ড দ্বারা যেমন -ডেথ, মরবিড এ্যাঞ্জেল, মেশুগাহ, মেটালিকা, টুল ও নিউরোসিস।[12][13]
- Hellfest 2013
- Joseph Duplantier
বর্তমান সদস্য
- জো ডুপ্লান্টিয়ার
- মারিও ডুপ্লান্টিয়ার
- ক্রিস্টিয়ান এ্যান্ডেউ
- জ়িন-মাইকেল লাবাডাই
ডিস্কোগ্রাফি
ডেমো
- ভিক্টিম (১৯৯৬)
- পসেসড (১৯৯৭)
- স্যাচুরেট (১৯৯৯)
- উজডম কামস (২০০০)
স্টুডিও অ্যালবাম
- টেরা ইঙ্কগ্নিটা (২০০১)
- দ্যা লিঙ্ক (২০০৩)
- ফ্রম মার্স টু সাইরাস (২০০৫)
- দ্যা ওয়ে অব অল ফ্লেশ (২০০৮)
ডিভিডি
- দ্যা লিঙ্ক আলাইভ (২০০৪)
তথ্যসূত্র
- Gojira at Allmusic
- Lucy Williams। "Gojira Biography"। Official Gojira Website। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-০৪।
- "Gojira Biography"। Metal Storm। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-০৪।
- "Gojira Biography"। The Gauntlet। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-০৪।
- Chad Bowar। "The Link review"। About.com। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২২।
- "CHILDREN OF BODOM, AMON AMARTH: More North American Tour Dates Announced"। Blabbermouth। ২০১২-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০৫।
- "GOJIRA And SANCTITY Added To TRIVIUM's European Tour"। Blabbermouth। ২০১২-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০৫।
- "LAMB OF GOD, MACHINE HEAD, TRIVIUM, GOJIRA: North American Tour Dates Announced"। Blabbermouth। ২০১২-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০৫।
- "GOJIRA: New Performance Footage Posted Online"। Blabbermouth। ২০১২-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০৫।
- Gojira: 'Xfm Sessions' Recording Posted Online - Oct. 15, 2007 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ অক্টোবর ২০০৭ তারিখে, Blabbermouth.net
- Simon Milburn। "From Mars to Sirius review"। The Metal Forge। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২০।
- Chad Bowar। "From Mars to Sirius review"। About.com। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৪।
- "Gojira entry"। MySpace। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৪।
Morbid Angel, Metallica, Tool, Meshuggah, Neurosis, Death
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে গজিরা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |