কোতোয়ালী থানা, খুলনা

খুলনা কোতয়ালী থানা খুলনা জেলা সদরে অবস্থিত খুলনা মেট্রোপলিটন পুলিশের থানা যা স্থানীয়ভাবে খুলনা সদর নামে পরিচিত। এটি খুলনা জেলার সব থেকে ঘনজনবসতিপূর্ণ এলাকা।

কোতোয়ালী
কোতোয়ালী
বাংলাদেশে কোতোয়ালী থানা, খুলনার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৮′১৩″ উত্তর ৮৯°৩৪′৪″ পূর্ব
দেশ বাংলাদেশ
আয়তন
  মোট৯.৪৫ কিমি (৩.৬৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২,২৪,৪৪৪
  জনঘনত্ব২৪০০০/কিমি (৬২০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

ভৌগলিক অবস্থান

খুলনা কোতয়ালী ২২.৮০৮৩° উত্তর ৮৯.৫৬৬৭° পূর্ব / 22.8083; 89.5667 এ অবস্থিত। এই থানার আয়তন ৯ দশমিক ৪৫ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

১৯৯১ সালের আদমশুমারী অনুযায়ী খুলনা কোতয়ালী থানার জনসংখ্যা ছিলো ১৯১,৯১০ জন যার মধ্যে ১১১,৭২৫ জনের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে।[1] ২০০১ সালের শুমারীতে এই থানার জনসংখ্যা ২৫০,৬৫১ জন এবং ২০১১ সালের শুমারীতে ২২৪,৪৪৪ জন।[2]

তথ্যসূত্র

  1. "Population Census Wing, BBS."। ২০০৫-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৬
  2. http://www.citypopulation.de/php/bangladesh-admin.php
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.