খাইবার গিরিপথ

খাইবার গিরিপথ (পশতু: د خیبر درہ, উর্দু: در خیبر) (উচ্চতা: ১,০৭০ মি অথবা ৩,৫১০ ফু) একটি পার্বত্য গিরিপথ। এটি স্পিন ঘার পর্বতের উত্তরাংশকে ছেদ করে আফগানিস্তান এবং পাকিস্তানকে সংযুক্ত করেছে। এটি প্রাচীন সিল্ক রোডের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলো এবং এটি পৃথিবীতে ব্যবহৃত প্রাচীনতম গিরিপথগুলোর মধ্যে অন্যতম। ইতিহাস থেকে জানা যায় এটি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ স্থান ছিলো। এই গিরিপথের সীমানা পাকিস্তানের ৫ কিলোমিটার (৩.১ মা) ভেতরে লান্ডি কোটাল পর্যন্ত।

খাইবার গিরিপথ
খাইবার পাসের আফগানিস্তানের অংশ হতে পাকিস্তানের দৃশ্য
উচ্চতা১,০৭০ মিটার (৩,৫১০ ফুট)
অবস্থানআফগানিস্তান/পাকিস্তান
পর্বতশ্রেণীস্পিন ঘার
স্থানাঙ্ক৩৪.০৭৫৭০° উত্তর ৭১.২০৩৯৪° পূর্ব / 34.07570; 71.20394

ইতিহাস

বর্তমান সমস্যাসমূহ

আফগানিস্তান এর ইতিহাসের যাত্রা শুরু ১৯২২ সালে।

তথ্যসূত্র

    আরো দেখুন

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.