খসরু হায়দারি

খসরু হায়দারি (ইংরেজি: Khosro Heydari); (ফার্সি: خسرو حیدری, জন্ম: সেপ্টেম্বর ১৪, ১৯৮৩) হলেন একজন ইরানিয়ান ফুববলার; যিনি বর্তমানে ডিফেন্ডার হিসেবে ইরানিয়ান প্রিমিয়ার লীগে ইস্তেঘলাল এর হয়ে খেলছেন।

খসরু হায়দারি
Khosro Heydari
২০১৪ সালে ইরান দলের সঙ্গে হায়দারি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম খসরু হায়দারি
জন্ম (1983-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৮৩
জন্ম স্থান তেহরান, ইরান
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান ডান পার্শ্ব ব্যাক, ডান পার্শ্ব মধ্যমভাগ
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ইস্তেঘলাল[1]
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৮–১৯৯৯ পার্সিপলিস
১৯৯৯–২০০২ ইস্তেঘলাল
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০২–২০০৪ আবুমোসলেম ১৩ (০)
২০০৪–২০০৫ পয়কান ২৯ (১)
২০০৫–২০০৮ পাস ৭৮ (১)
২০০৮–২০১০ ইস্তেঘলাল ৬৫ (১)
২০১০–২০১১ সেপাহান ৩১ (১)
২০১১– ইস্তেঘলাল ৭৩ (১)
জাতীয় দল
২০০৬ ইরান অনূর্ধ্ব-২৩ (০)
২০০৭– ইরান ৫২ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৭ জানুয়ারি ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৫ জুন ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

অর্জন

ক্লাব

আবুমোসলেম
  • হাজফি কাপ: ২০০৪–০৫ (রানার-আপ)
পাস
  • ইরান প্রো লীগ: ২০০৫–০৬ (রানার-আপ)
ইস্তেঘলাল
  • ইরান প্রো লীগ: ২০০৮–০৯, ২০১২–১৩
  • হাজফি কাপ: ২০১১–১২
সেপাহান
  • ইরান প্রো লীগ: ২০১০–১১

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.