খগেন গগৈ
খগেন গগৈ (১৯২৬/২৭ – ৫ মার্চ ২০১৯) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একবার আসাম বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
খগেন গগৈ | |
---|---|
আসাম বিধানসভা | |
কাজের মেয়াদ ১৯৭২ – ১৯৭৮ | |
পূর্বসূরী | আর. কোনোয়ার |
উত্তরসূরী | বুধা বড়ুয়া |
সংসদীয় এলাকা | মাহমরা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯২৬/২৭ |
মৃত্যু | ৫ মার্চ ২০১৯ (বয়স ৯২) |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
রাজনৈতিক জীবন
খগেন গগৈ ১৯৭২ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে মাহমরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[1] তিনি ১৯৯৬ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন।[2]
মৃত্যু
খগেন গগৈ ২০১৯ সালের ৫ মার্চ ৯২ বছর বয়সে প্রয়াত হন।[3]
তথ্যসূত্র
- "Assam Legislative Assembly - MLA 1972-78"। Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- "মাহমৰা সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক খগেন গগৈৰ পৰলোকপ্ৰাপ্তি"। NE Now (অসমীয়া ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- "Former Mahmora MLA Khagen Gogoi passes away"। The Assam Tribune। ৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.